ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সারাবিশ্বে ধর্মীয় স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে

প্রকাশিত: ০৬:২৬, ৪ মে ২০১৬

সারাবিশ্বে ধর্মীয় স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে

সারাবিশ্বে গত বছর ধর্মীয় স্বাধীনতা ভয়াবহ ও ব্যাপকভাবে খর্ব হয়েছে। মার্কিন পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) সোমবার তাদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। সংস্থাটি বলেছে, ইউরোপে ইহুদী ও মুসলমানদের বিরুদ্ধে গোঁড়ামি বৃদ্ধি পেয়েছে। এই সংস্থাটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন কংগ্রেস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকা পালন করে। সংস্থাটি বলেছে, নয়টি দেশকে তাদের নিয়মানুগ, চলমান ও গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বিশেষ উদ্বেগজনক দেশ’ বা (সিপিসি) তালিকায় রাখা উচিত। এই দেশগুলো হলোÑ মিয়ানমার, চীন, ইরিত্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব, সুদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। প্রতিবেদনে আরও আটটি দেশকে এই তালিকায় রাখার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এই দেশগুলো হলোÑ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মিসর, ইরাক, নাইজিরিয়া, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান ও ভিয়েতনাম। তুরস্ককে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দেবে ইইউ ইউরোপীয় কমিশন তুরস্কের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন এলাকার ভেতর বিনা ভিসায় চলাচল করার শর্তসাপেক্ষ অনুমতি দেবে। ইন্ডিয়ান সাগর পার হয়ে গ্রীসে আসা অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়ে তুরস্ক ইতোপূর্বে এক চুক্তি করলে সেই চুক্তির অংশ হিসেবে কমিশন বুধবার তুরস্ককে সেই সুবিধা মঞ্জুর করবে। তবে এর পরও তুরস্ককে ইইউর কয়েকটি শর্ত পূরণ করতে হবে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়। বিবিসির ইউরোপ এডিটর ক্যাটিয়া এ্যাডলার বলেন, যদি ভিসা চুক্তি ভেঙ্গে পড়ে তবে অভিবাসীদের ঠেকাতে তুরস্কের প্রতিশ্রুতিও ভেঙ্গে পড়বে বলে ইইউর আশঙ্কা।
×