ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৪:০০, ২৮ জুলাই ২০১৭

ছ বি র  গ ল্প

প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকায় যে এলিফ্যান্ট সিল দেখা যায়- স্তন্যপায়ীদের মধ্যে তাদের মতো বিচিত্র প্রাণী খুব কমই আছে। সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন, পুরুষ এলিফ্যান্ট সিলের ডাকের ছন্দ থেকে তারা প্রত্যেককে আলাদা করে চিনতেও পারে- যে ক্ষমতা মানুষ ছাড়া কোন স্তন্যপায়ী প্রাণীর নেই। অর্থাৎ আমরা যেমন একটা গানের নিজস্ব তাল বা ছন্দ থেকে সেটাকে অন্য গানের চেয়ে আলাদা করে চিনতে পারি- পুরুষ এলিফ্যান্ট সিলরাও তাদের প্রত্যেকের ডাকের নিজস্ব ছন্দ দিয়ে একজনকে অন্যজনের চেয়ে আলাদা করতে পারে। এলিফ্যান্ট সিলের নানা অদ্ভুত স্বভাব আর ক্ষমতা বিজ্ঞানীদেরও তাক লাগিয়ে দেয়। ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় এলিফ্যান্ট সিলের এই বিশেষ ক্ষমতাকে তুলনা করা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সঙ্গেও। সূত্র : বিবিসি সোলার গাড়ির রেসিং জ্বালানি ছাড়াই গাড়ি চলছে- এমনটা কি সম্ভব হাল আমলে সৌরশক্তির সাহায্যে গাড়ি চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টি মানুষের মাঝে এখনও তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক অদ্ভুত কার রেসিং, যেখানে অংশগ্রহণকারী প্রতিটি গাড়িই চলবে সৌরশক্তির সাহায্যে। সোলার চালিত এ গাড়ির গতিবেগ ঘণ্টায় ১৩০ কি.মি। গাড়িতে রয়েছে ৫ জন বসার ব্যবস্থা। সূত্র : বিবিসি
×