ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৩ কোটি বছর আগের ডায়নোসরের মাথা

প্রকাশিত: ০৬:২৯, ৪ নভেম্বর ২০১৬

১৩ কোটি বছর আগের ডায়নোসরের মাথা

দেখতে নুড়ি পাথরের মতো। তবে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, দশ বছরেরও বেশি সময় আগে তারা বাদামি রঙের পাথরের নুড়ির মতো দেখতে যে জিনিসটি খুঁজে পেয়েছিলেন সেটি আসলে প্রস্তুরীভূত একটি ডায়নোসরের মস্তিষ্ক! এই মস্তিষ্কটি এত দীর্ঘ সময়েও বেশ ভালভাবে রক্ষিত হয়েছে। কারণ ডায়নোসরের মাথাটি এমন এক জলাশয়ে ডুবেছিল যেখানে এ্যাসিডের মাত্রা ছিল খুব বেশি আর অক্সিজেনের পরিমাণও ছিল খুবই কম। দক্ষিণ ইংল্যান্ডে এটি পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই প্রাণীটি ১৩ কোটিরও বেশি বছর আগের। তারা বলছেন, এই ডায়নোসরটি ইগুয়ানোডন প্রজাতির যা গাছপালা খেয়ে বেঁচে থাকত। তাদের ধারণা ওই ডায়নোসরটির মৃত্যুর পর সেটি কোন জলাভূমিতে ডুবে গিয়েছিল। বিজ্ঞানীদের যে দলটি এই মস্তিষ্কটির ওপর গবেষণা পরিচালনা করছে তাদেরই একজন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্সের একজন বিজ্ঞানী ড. অ্যালেক্স লিউ। তিনি বলছিলেন, কুড়িয়ে পাওয়া এই মস্তিষ্কটি প্রায় ১০ সেন্টিমিটার লম্বা। প্রস্থে পাঁচ সেন্টিমিটার। উচ্চতাও পাঁচ সেন্টিমিটারের মতো। ‘এর আকার একেবারেই অস্বাভাবিক রকমের। সমুদ্র সৈকতে সাধারণত পাথরের যেসব নুড়ি বা শিলাখণ্ড পাওয়া যায় এটার আকৃতি মোটেই সে রকম কিছু নয়,’ বলেন তিনি। বিজ্ঞানী লিউ বলেন, ‘দেখে মনে হচ্ছে এর কানের লতিটা বেশ লম্বা ছিল। এ ছাড়াও এর বড় অংশই খনিজ পদার্থে পরিণত হয়ে গেছে। এর ভেতরকার খুব সামান্য কিছু অংশই দেখা যায়। এই মাথাটি যেখানে পড়েছিল তার আশপাশের পাথর থেকে মাথাটির ওপরে পলি জমে গেছে।’ জীবাশ্ম সংগ্রহ করেন এ রকম একজন অপেশাদার ব্যক্তি ইংল্যান্ডের সাসেক্স এলাকায় ডায়নোসরের এই মস্তিষ্কটি খুঁজে পেয়েছিলেন। বিজ্ঞানীরা বলছেন, ডায়নোসরের এই মস্তিষ্কের সঙ্গে আধুনিককালের পাখি এবং কুমিরের মস্তিষ্কের কিছু মিল পাওয়া যায়।
×