ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে প্রথমবার ডিটোস র‌্যাপস্টার

প্রকাশিত: ০৯:১৩, ৮ এপ্রিল ২০১৯

 বাংলাদেশে প্রথমবার ডিটোস র‌্যাপস্টার

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে র‌্যাপ গানের রিয়েলিটি শো ‘ডিটোস র‌্যাপস্টার’। এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য সারাদেশ থেকে র‌্যাপ সঙ্গীতের প্রকৃত প্রতিভা খুঁজে বের করা। সম্প্রতি বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার তুষার এস ইসলাম এ কথা জানান। ডিটোস র‌্যাপস্টারে বিচারকের দায়িত্ব পালন করবেন এবিডি এমসি মুগস জেস ব্লাক জ্যাক। নিউজিল্যান্ড ডেইরির এই অভিনব উদ্যোগ সারাদেশে ব্যাপক সাড়া ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সোহেল শাহরিয়ার রানাসহ উর্ধতন কর্তৃপক্ষ। দেশের প্রথম র‌্যাপস্টার হতে এক মিনিটের র‌্যাপ ভিডিওটি ডিটোসের ফেসবুক পেইজের ইনবক্সে বা detos. rapstar@ gmail.com ইমেইল এ্যাড্রেসে পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে ডিটোসের ফেসবুক পেজে জানা যাবে।
×