ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটার নাট্যোৎসব

প্রকাশিত: ০৭:২৪, ৬ ডিসেম্বর ২০১৮

কলেজ থিয়েটার নাট্যোৎসব

শিক্ষা ও শিল্পের আলোয় ২০৪১-এ পৌঁছে যাব উন্নতির শিখরে উৎসব স্লোগানকে হৃদয়ে ধারণ করে আগামী ৭ ডিসেম্বর শুক্রবার থেকে ৯ ডিসেম্বর রবিবার পর্যন্ত, বাংলাদেশ শিল্প কলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নিত্যকলা মিলনায়তনে, বাঙলা কলেজ যুব থিয়েটারের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সারাদেশের কলেজ থিয়েটার তথা ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের বাছাইকৃত ১২টি ক্যাম্পাস থিয়েটারের সাহিত্য ও সময়োপযোগী গল্পে নির্মিত ১২টি নাটক নিয়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসব-২০১৮’। নাট্য প্রদর্শনী প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা। উদ্বোধন ও র‌্যালি ৭ ডিসেম্বর, শুক্রবার বেলা ৪টায়। উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের প্রধান উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সৃজনশীলতায় নতুনত্বের পথ প্রদর্শক জনাব লিয়াকত আলী লাকী। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করবেন, সরকারী বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। একই দিনে রয়েছে নাট্যবন্ধুদের নিয়ে থিয়েটার আড্ডা। উল্লেখ্য, বিগত ১৩ বছর যাবত নট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর সবিশেষ তত্ত্বাবধানে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন পরিচালিত হয়ে আসছে, যার সমন্বয় করছেন নাট্যপ্রাণ ও উৎসব আহ্বায়ক হাবিব তাড়াশী। বর্তমানে দেশের প্রায় ৫০টি কলেজে ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কার্যক্রম চলমান। দেশের ক্যাম্পাস থিয়েটার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সমন্বয়কারীর নেতৃত্বে শতাধিক কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে ক্যাম্পাস থিয়েটার গঠনের লক্ষ্যে প্রায় ৩০টিরও বেশি জেলায় নাট্য-কর্মশালার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই নাট্য উৎসবে আমন্ত্রিত নাট্য দলগুলো হলো ঢাকার বাঙলা কলেজ যুব থিয়েটার, পিপলস ইউনিভার্সিটি থিয়েটার, নটরডম কলেজ থিয়েটার, সরকারী সঙ্গীত কলেজ থিয়েটার, ক্যামব্রিয়ান কলেজ থিয়েটার, যশোরের ডাঃ আঃ রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থিয়েটার, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ কলেজ থিয়েটার, কুমিল্লার ভিক্টেরিয়া কলেজ থিয়েটার, সিলেটের থিয়েটার মুরারিচাঁদ এম সি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়ার চিনাইর বঙ্গবন্ধু কলেজ নাট্যচক্র, গোপালগঞ্জের সরকারী বঙ্গবন্ধু কলেজ থিয়েটারসহ অন্যান্য। গল্প থেকে নাট্য রূপান্তরিত নাটকগুলো হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যবোধের শাস্তি, আমিনুল আশরাফের উচ্ছ্বাসের ক্লাস রুম, আলী ওয়াহাবের আত্ম ত্যাগের আখড়ার সূর্যাস্তে, রতন মজুমদারের অর্জনের বিজয়, মোশারফ হোসেনের অবক্ষয় মোচনের ঘুন পোকা, জাফর শামুদ্দীনের বীরত্ব গাথা কলিমউদ্দিন দফাদার, সৈয়দ ওয়ালীউল্লাহর দান্দ্বিকতার এক তুলসী গাছের জীবনী, এইচ আর অনিকের প্রহসনের আজব বাক্স, রুবাইেয়েৎ আহমদের ঐতিহ্য পুনঃরুদ্ধারের রঙমহল, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্ম পরিচয়ের জীবিত ও মৃত, রবীন্দ্রনাথ ঠাকুরের সান্ত¦নার ফেলসহ অন্যান্য। প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসব-২০১৮ এর আহ্বায়ক হাবিব তাড়াশী বলেন, জাতীয় পর্যায়ে প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসব আয়োজন এক অর্থে তারুণ্য শক্তির প্রকাশ এবং নাট্যচর্চায় নবধারার প্রবর্তন। নাট্যকর্মী এবং নাট্যানুরাগীদের মিলন মেলায় এই উৎসব অর্থপূর্ণ হয়ে উঠবে বলেই আমাদের আন্তরিক চাওয়া।
×