ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেলেন কবি শহিদুল ইসলাম নিরব

প্রকাশিত: ০৫:৪০, ২৬ নভেম্বর ২০১৮

 সম্মাননা পেলেন কবি শহিদুল ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার ॥ তরুণ কবি শহিদুল ইসলাম নিরব সম্প্রতি ‘চাঁদপুর বাংলা সাহিত্য একাডেমি সম্মাননা’ পেয়েছেন। সম্প্রতি রাজধানীর জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০ তরুণ কবি-শিল্পী-সাহিত্যিককে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত মৃত্তিকার কবি আল মুজাহিদী। প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক মাহমুদুর রহমান নিজামী। সভাপতিত্ব করেন কবি আল আমিন হোসেন। আলোচক ছিলেন কবি রাশেদ রেহমান, মিজান হাওলাদার প্রমুখ। কবি শহিদুল ইসলাম নিরব সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা ও সাহিত্য চর্চার পাশাপাশি তিনি শিক্ষকতার সঙ্গে জড়িত। তার প্রকাশিত গ্রন্থ ৬টি। গত একুশে গ্রন্থমেলায় ‘সুখ-দঃখের পঙক্তিমালা’ প্রকাশ হয়েছে। জাতীয় চার নেতাকে নিয়ে লেখা ‘মহান মুজিব মসুর’ তার অন্যতম কাব্যগ্রন্থ। এ বছর তার সিরিজ কব্য ‘চারুমুখী বাসন্তী’ বাজারে আসবে।
×