ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘মিট দ্য মেকারস’ প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ০৪:৫৬, ১৭ জুলাই ২০১৮

 ‘মিট দ্য মেকারস’ প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ প্রদর্শনীতে উঠে এসেছে পোশাক শ্রমিকদের জীবন ও সংগ্রামের গল্প। ‘মিট দ্য মেকারস’ শিরোনামের এ প্রদর্শনীর আয়োজন করেছে মেইড ইন ইকুয়ালিটি। সম্প্রতি প্রদর্শনীটির উদ্বোধন হয়। ঢাকায় এটি তাদের প্রথম চিত্র প্রদর্শনী। এতে তুলেধরা হয়েছে সম্প্রতি ঢাকায় পোশাক শিল্পের মূল চালিকা শক্তি। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষথেকে জানানো হয়, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো এ খাতে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের প্রতি ভোক্তা ও বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। এ প্রদর্শনীতে পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক এবং কর্মচারীদের জীবন ও সংগ্রামকে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা তাদের প্রতি ভোক্তা ও বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রানা প্লাজাসহ বিগত কিছু মারাত্মক দুর্ঘটনা বাংলাদেশের পোশাক খাতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে, যার ফলশ্রুতিতে এই খাতসহ বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। সমতা অধিকারের চেয়ে বড় এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক ও কর্মচারীদের কর্মমুখী করা এবং ভোক্তা ও বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যে বিগত কিছু বছর ধরে মেইড ইন ইকুয়ালিটি কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অধিকার ও জীবন যাত্রার মানোন্নয়ন এবং একই সঙ্গে এই খাতের প্রতি বিরূপ মনোভাব পরিবর্তন করাই মেইড ইন ইকুয়ালিটির মূল উদ্দেশ্য।
×