ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে আমিন শাহ

প্রকাশিত: ০৪:৪০, ৯ জুলাই ২০১৮

 ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে আমিন শাহ

স্টাফ রিপোর্টার ॥ ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন মঞ্চ ও টিভি অঙ্গনের তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী আমিন শাহ। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য হাশিম আখতার মোঃ করিম দাদ। বিএফডিসিতে বিশাল সেট ফেলে চলচ্চিত্রটির শুটিং চলছে। এ চলচ্চিত্রে শরৎচন্দ্রের অন্যতম সৃস্টি ইন্দ্রনাথ চরিত্রে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আমিন শাহ বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম চলচ্চিত্রে অভিনয় করব। মঞ্চে ও টিভিতে নিয়মিত কাজ করলেও ছোটবেলার সেই স্বপ্ন অধরাই ছিল। তবে তরুণ পরিচালক আরিফুর জামান আরিফ আমার স্বপ্ন পুরণ করেছেন। সাম্প্রতিক সময়ে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণাধীন অবস্থাতেই আলোচনায় এসেছে। সেই চলচ্চিত্রে ইন্দ্রনাথ চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। চলচ্চিত্রে গুণি অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করছি। খুব ভাল লাগছে অভিনয় করতে। আমি আসলে মঞ্চ ও টিভি নাটকের মত চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করতে চাই। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করি। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি আমিন শাহ্ একজন মঞ্চকর্মী হিসেবে অসংখ্য মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন। অসংখ্য বেতার নাটক, টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।এছাড়া একাধিক নাটক ও নান্দনিক অনুষ্ঠান নির্মাণে চিত্রগ্রাহক হিসেবে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আমিন শাহ্ অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে আব্দুল মান্নান রচিত ও পরিচালিত ‘রক্ত শপথ’, সিরাজুল ইসলাম রাজু রচিত এবং আফতাব মীর আসিফ পরিচালিত ‘ইতি কথা’, মোহাম্মদ রঞ্জু রচিত এবং কাশেম মাস্টার নির্দেশিত ‘কেরামত মেম্বার’। মোঃ জুয়েল রানার রচনা ও পরিচালনায় ‘বাবা কেন রাজাকার’, মোঃ জুয়েল রানার রচনা ও পরিচালনায় ‘কষ্ট কেন?’ এবং ‘সৈনিক’, মোহাম্মদ লিটন রচিত এবং এস এম সাইদুর রহমান নির্দেশিত ‘অবশেষে’, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ও গোলাম সিদ্দিকী পরিচালিত ‘একটি পয়সা’। অধ্যাপক জাকির হোসেন রচিত এবং মনির হোসেন জীবন নির্দেশিত ‘নীতির ইতি’, রঞ্জন দেবনাথ রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘একটি পয়সা দাও’, সাজ্জাদ আলম রচিত এবং মনির হোসেন জীবন পরিচালিত ‘বৃন্দাবনে রাধা’, আবদুল মান্নান রচিত এবং আবদুল মান্নান ও সাজ্জাদ আলম পরিচালিত ‘ওদের জন্য’, লিপি মনোয়ার রচিত এবং মনির হোসেন জীবন নির্দেশিত ‘বোধদয়’, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘মা মাটি মানুষ’, রঞ্জন দেবনাথ রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘অনুসন্ধান’ ও ‘কলংকিনী বধূ’, সাজ্জাদ আলম রচিত এবং মোহাম্মদ লিটন পরিচালিত ‘শ্রমিক নেতা’, আবদুল মান্নান রচিত এবং মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘হুশ’, আবদুল মান্নানের রচনা ও পরিচালনায় ‘ফাঁসি’। সাজ্জাদ আলমের রচনা ও পরিচালনায় ‘বধূয়া’ ও ‘২৪ ঘণ্টার ধর্মঘট’। জন মিলিংটন সেঞ্জ রচিত এবং আরিফুর জামান আরিফ নির্দেশিত ‘উপত্যাকার ছায়া’ প্রভৃতি। আমিন শাহ অভিনীত টিভি খ- নাটকগুলো হলো সাজ্জাদ আলম রচিত ও পরিচালিত ‘১০০ বার ভালোবাসি’, ‘অজান্তে’ ও ‘ডাকাতিয়া বাঁশি’, এ কিউ খোকন রচিত ও পরিচালিত ‘একজন মুক্তিযোদ্ধার আর একটি যুদ্ধ’, ‘শাস্তি’ ও ‘প্রথম বসন্তে’, সুস্ময় সুমন রচিত ও পরিচালিত ‘নীল সীমানা’, এস আর কাজল রচিত এবং ভি সি দাস শিবু পরিচালিত ‘প্রেম এমনই’, স্বাধীন সিরাজী রচিত ও পরিচালিত ‘নূরজান গুলাপজান’। রবীন্দ্রনাথের বৈষ্টমী গল্প অবলম্বনে কাউনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় ‘নিরুদ্দেশ যাত্রা’, সাজ্জাদ আলম রচিত এবং এস এম সাইদুর রহমান পরিচালিত ‘এমনওতো প্রেম হয়’, সুজন অতিথি রচিত এবং এস এম সাইদুর রহমান পরিচালিত ‘নূরবানু’। গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এবং কাউনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দালিয়া’ অন্যতম। আমিন অভিনীত ধারাবাবিক নাটকগুলো হলো অধ্যাপক জাকির হোসেন ও আনজির লিটন রচিত এবং মনির হোসেন জীবন পরিচালিত ‘গুজব’, কে সি পাল রচিত এবং শুভাষ দত্ত পরিচালিত ‘অবশেষে একদিন’, মির্জা রাকিব রচিত এবং মাইনুল হোসেন খোকন পরিচালিত ‘লংকা কান্ড’, মোস্তফা সৌদ রচিত এবং মাইনুল হোসেন খোকন ‘প্রতিশোধ’ এবং ‘সম্পূর্ণ রঙিন’ নামে একটি ধারাবাহিক নাটকেও তিনি কাজ করেছেন। এছাড়া আমিনের অভিনীত বেতার নাটক ‘প্রবেশ পত্র’ রচনা প্রদিব ভট্টাচার্য, পরিচালনা শেকানূল ইসলাম শাহী।
×