ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন ওয়েব সিরিজ 'ড্যামেজড' আপনাকে চমকে দেবে

প্রকাশিত: ১৯:৩৮, ২১ জুন ২০১৮

নতুন ওয়েব সিরিজ 'ড্যামেজড' আপনাকে চমকে দেবে

অনলাইন ডেস্ক ॥ একই ধরনের বিষয়ের ওপর সিরিজ বা ছবি দেখতে দেখতে একঘেয়েমি এসে যাওয়াটা স্বাভাবিক। তবে 'হাঙ্গামা প্লে'র নতুন সিরিজ সেটা কাটাতে পারে। সম্প্রতি মুক্তি পেল 'হাঙ্গামা'র প্রথম অরিজিনাল সিরিজ, ড্যামেজড। শুধুমাত্র সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা নয়, এই ধারা নিয়ে ভারতে খুব একটা কাজ হয়নি। এই প্রথমবার কোনো নারী চরিত্রকে দেখা যাবে সিরিয়াল কিলারের ভূমিকায়। ওয়েব টেরিটরিতে নিজের শক্ত জায়গা করে নেবে 'ড্যামেজড'। দেখা যাবে খুনের রহস্যের উদঘাটনে কিভাবে নাকানিচোবানি খেতে হয় সমগ্র পুলিশ বিভাগকে। শুধু তাই নয়, যেখান থেকে গল্প শেষ হওয়ার কথা, 'ড্যামেজড' ঠিক সেখান থেকেই শুরু। লোভিনা একজন সাধারণ মানুষ, যাকে ভালোবাসা যায়। এ রকম মনে হওয়ার পরের মুহূর্তেই পরিকল্পিত হত্যার দৃশ্য ভাবতে বাধ্য করবে 'ডাল মে কুছ কালা তো হ্যায়'। তবে এই সিরিজের সবচেয়ে মজার বিষয় এখানে কোনো চরিত্রই পারফেক্ট নয়, প্রত্যেকের মধ্যেই ভালো-খারাপ রয়েছে। এমনকি পুলিশও তার উর্দ্ধে নয়। তবে দর্শক কোনো পক্ষ নিলেই মুশকিল। হিন্দি কিংবা মারাঠি ছবিতে বিভিন্ন চরিত্রে দেখেছেন আম্রুতা খানভিলকরকে। তবে এতদিনের তার অভিনীত সব চরিত্র থেকে আলাদা এই সিরিজের লোভিনা। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কাজ করেছেন তিনি, কিন্তু সিরিজটা পুরোটা দেখার পর তাঁর থেকে ভালো কাউকে খুঁজে বের করতে বেগ পেতে হবে। চ্যালেঞ্জটা নিয়েছেন অমিত শিয়ালও। খুনের রহস্যের কিনারা করতে পুলিশ কতদূর যেতে পারে তার আভাস দেবে এই চরিত্র। সিরিজটি পরিচালনা করেছেন আরম্ভ মোহন সিং। পুরো সিরিজটা থেকে চোখ ফেরানো দায়, টানটান প্রত্যেকটা শট। ডিজিটাল মিডিয়ামে এ রকম দৃঢ় অথচ নান্দনিক পরিভাষা খুব কম থাকে। এগুলোই নয়, আরো অনেক কারণে দেখা যায় 'ড্যামেজড' সিরিজটি। শুধু ট্রেলারের ঝলকই আপনাকে এই সিরিজ দেখার দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এই সিরিজ দেখা যাচ্ছে 'হাঙ্গামা প্লে'তে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
×