ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘ওরা থাকে ওধারে’

প্রকাশিত: ০৫:৪০, ১৪ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘ওরা থাকে ওধারে’

সংস্কৃতি ডেস্ক ॥ দীপ্ত টিভিতে আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ওরা থাকে ওধারে’। এখন থেকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৮-৩০মিনিটে ‘ওরা থাকে ওধারে’ নাটকটি প্রচার হবে। দীপ্ত টিভির নতুন প্রযোজনা ‘ওরা থাকে ওধারে’ নাটকটি রচনা করেছেন আহমেদ খান হীরক। পরিচালনা করেছেন হাবীব মাসুদ এবং ফিরোজ কবীর ডলার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পুনম জুঁই, সুদীপ, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তিষা সরকার, চান্দা মেহজাবিন, শারমিন আঁখি, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সায়ীদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ন, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী এবং সাইফ চন্দন। ‘ওরা থাকে ওধারে’ নাটকের গল্পে দেখা যাবে তাথৈ এক সুন্দরী এবং বুদ্ধিমতি তরুণী। গ্র্যাজুয়েশান শেষ করার পর সে স্বপ্ন দেখে এভারেস্ট জয় করার। সেই লক্ষ্যে সফল হলেও পরিবারের স্বার্থে নিজের স্বপ্ন ত্যাগ করে বিয়ে করতে রাজি হয় প্রবাসী বিজনেসম্যান রাজীবকে। বিয়ের আগে তাথৈ-এর জীবনে আসে এক রহস্যময় বন্ধু আকাশ। তাথৈকে বারবার সে জানিয়ে দিতে থাকে রাজীব আসলে এক ভ- এবং অসৎ মানুষ। শেষ অবধি আকাশের সাহায্যে তাথৈ রাজীবের চক্রান্ত থেকে মুক্তি পায় কিন্তু তার পরিবার হারিয়ে ফেলে আশ্রয়, তাদের সাধের বাড়ি। আকাশ তাথৈকে সন্ধান দেয় এক নতুন ঠিকানার। তাথৈ এবং তার পরিবার আকাশের পরামর্শ মতো ঢাকা থেকে দূরে আশ্রয় নেয় এক অদ্ভূত জরাজীর্ণ বাড়িতে। এই বাড়িতে ঘটতে থাকে বিভিন্ন ভৌতিক ঘটনা। তাথৈ ও তার পরিবারকে এই সব বিপদ থেকে বাঁচাতে শুরু করে আকাশ। তাথৈ ভালবেসে ফেলে আকাশকে কিন্তু আকাশ জানায় সে তাথৈকে ভালবাসলেও কখনোই তারা এক হতে পারবে না কারণ তারা দু’জন আলাদা জগতের বাসিন্দা। তাথৈ মানুষ এবং আকাশ ভূত। কি হবে আকাশ এবং তাথৈর এই অ™ূ¢ত গল্পের পরিণতি? প্রসঙ্গত, গত ১২ এপ্রিল থেকে প্রচার শেষ হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পালকী’। পালকী নাটকে মোট ৭৩৭ পর্ব প্রচার করা হয়েছে। নাটকটি পরিচালনা করেন মোস্তফা মনন। ‘পালকী’ প্রচার শেষ এবং নতুন নাটক ‘ওরা থাকে ওধারে’ প্রচার উপলক্ষে সোমবার দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইওসহ উর্ধতন কর্মকর্তারা।
×