ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারিনা ছেলে তৈমুরের জনপ্রিয়তায় উদ্বিগ্ন

প্রকাশিত: ২০:৪৬, ১৩ এপ্রিল ২০১৮

কারিনা ছেলে তৈমুরের জনপ্রিয়তায় উদ্বিগ্ন

অনলাইন ডেস্ক ॥ তৈমুর আলি খান। বলিউডের প্রথম সারির স্টার কিড। পাপারাত্জিদেরও সে বেশ পছন্দের। কিন্তু তার এত জনপ্রিয়তা এ বার কারিনা কপূর খানের জন্য নাকি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে! সম্প্রতি কারিনা মিড ডে-কে বলেন, ‘‘সত্যি বলতে কি, আমি পাগল হয়ে যাচ্ছি। ওর উপর এত অ্যাটেনশন কিন্তু ভয়ের কারণ। আমি বড়জোর ওকে একটা কালো টিপ পরাতে পারি যাতে নজর না লাগে। কিন্তু ওকে সব সময় বাড়িতে রেখে তো বেরোতে পারব না। সেটাতে আরও একঘেয়ে লাগবে।’’ এর আগে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে এতটা চিন্তিত ছিলেন না কারিনা। বরং তিনি এবং সাইফ জানিয়েছিলেন, তৈমুর স্টার কিড। ফলে ও কোথাও গেলে অনেকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক। সেই অভ্যাস ছোট থেকেই থাকা উচিত। বরং তৈমুরের এত জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কারিনার বাবা রণধীর কপূর। মিডিয়াকে একহাত নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, ‘তৈমুরের বাড়ির নীচে কি সব সময় সাংবাদিকরা থাকেন? না হলে প্রতি দিন কাগজে কী করে ওর ছবি ছাপা হয়?’ তবে এ বার তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগে করিনাও। তাঁর কথায়, ‘‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এই সুযোগটা পাওয়া উচিত।’’ করিনার এই মত শোনার পর, বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, তা হলে কি এত ছোট বয়স থেকে এত জনপ্রিয়তার খারাপ দিকটা এ বার আঁচ করতে পারছেন কারিনাও? সূত্র : আনন্দবাজার পত্রিকা
×