ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র ভালবেসে পথচলা

প্রকাশিত: ০৭:০৭, ১২ এপ্রিল ২০১৮

চলচ্চিত্র ভালবেসে পথচলা

আনন্দকণ্ঠ : ছবিটি প্রসঙ্গে বলুন। ববি : ‘বিজলী’ ছবিতে এ্যাকশন, রোমাঞ্চ, ড্রামা আছে, আছে নতুনত্ব ছবিতে আমাকে সুপার ওম্যানের চরিত্রে দেখতে পাবে দর্শক। বাংলা ছবিতে এ ধরনের কনসেপ্টের ছবি আগে হয়নি। আনন্দকণ্ঠ : গান প্রকাশের পর কেমন সাড়া পেলেন? ববি : প্রচুর সাড়া পেয়েছি। ট্রেলার গান প্রকাশের পর সবাই প্রশংসা করছে। ট্রেলারে অনেক ভিউ হয়েছে। বাংলা ছবিতে এ রকম ভিউ হয় না। সব মিলিয়ে সবাই ভালই সাড়া দিচ্ছে। আনন্দকণ্ঠ : যদি প্রশ্ন করি ববির ‘বিজলী’ ছবিতে বিশেষত্ব কি থাকছে, যা দর্শককে মোহিত করবে? ববি : ছবিতে কোন কিছুর কমতি নেই। গল্পে পাবে নতুনত্ব। ছবিতে কোন কিছু কম পাবে না বরং বেশি কিছুই পাবে দর্শক। ছবির শূটিং চারটি দেশে করা হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। আইসল্যান্ডে আগে কোন বাংলা ছবির শূটিং হয়নি। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ছবির শূটিং করেছি অনেক জায়গাতেই প্রথমবার কাজ হয়েছে। আনন্দকণ্ঠ : নির্মাতা, চরিত্র, নাকি গল্প- আপনার কাছে কোন্টা বেশি গুরুত্বপূর্ণ? ববি : সবই গুরুত্বপূর্ণ। কারণ সিনেমা এমন একটা জায়গা সবই দরকার। একটা দিকও বাদ দিয়ে কাজ করা যায় না। বাদ দিয়ে কাজ করলে ভুল তো থেকেই যায়। তাই সব কিছুই গুরুত্বপূর্ণ। আনন্দকণ্ঠ : প্রযোজনায় নিয়মিত দেখা যাবে? ববি : আশা রাখি নিয়মিত দেখা যাবে। ‘বিজলী’তে যদি ভাল রেসপন্স পাই। প্রথমত আমি শিল্পী সেটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি নিয়মিত চাই। আমি সিনেমাকে ভালবাসি। সিনেমার জন্য কিছু করতেও চাই। আমি চাই সিনেমায় থাকতে বাকিটা দর্শকদের ওপর নির্ভর করে। আনন্দকণ্ঠ : হাতে কয়টি ছবি রয়েছে? ববি : হাতে বেশ কিছু ছবি রয়েছে। তবে পাঁচটি ছবির কাজ চলছে। বিজলীর মুক্তির পর নোলক, নীলিমা, বেপরোয়া ও বৃদ্ধাশ্রম এগুলোর কাজ শুরু করব। নিজের প্রযোজনার কাজের জন্যই এগুলো করতে সময় লাগছে। আনন্দকণ্ঠ : দর্শকদের উদ্দেশে কিছু বলার আছে? ববি : সবার উপভোগ করার মতো একটি ছবি বিজলী। ববিকে দর্শক এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। আমি চাইব এবং আশা রাখি আমার প্রথম প্রযোজনার ছবি দর্শক ভালভাবেই গ্রহণ করবে। দর্শকদের ভালবাসার জন্যই চলচ্চিত্রের মন্দার বাজারে ‘বিজলী’ সিনেমাটি প্রযোজনার দুঃসাহস দেখিয়েছি। তাদের ভরসায় এই সিনেমাটি করেছি। সবকিছু খুব গুরুত্ব সহকারে করা হয়েছে। তাই আমার আশা থাকবে বিজলী ব্লকবাস্টার হবে।
×