ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উদীচীর আবৃত্তিসন্ধ্যা

প্রকাশিত: ০৪:০৯, ১ এপ্রিল ২০১৮

নেত্রকোনায় উদীচীর আবৃত্তিসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ‘প্রতিবাদ, প্রতিরোধ ও দ্রোহের কবিতা আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের অজহর রোডে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচীর জেলা সংসদের সহ-সভাপতি অধ্যাপক হারাধন সাহা। এরপর বাংলা কবিতায় প্রতিবাদ-প্রতিরোধ ও দ্রোহের নানা প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। পরে পর্যায়ক্রমে সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ, প্রতুল মুখোপাধ্যায়, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, শাহজাদী আঞ্জুমান আরা, আলম তালুকদার, রফিকুল হক, রোকনুজ্জামান খান, মসউদ-উশ-শহীদ প্রমুখের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। আবৃত্তি পরিবেশন করেন প্রদীপ চক্রবর্তী, মাসুদুর রহমান, সরোজ মোস্তফা, সঞ্জয় সরকার, নাঈম সুলতানা লিবন, সায়লা সুলতানা, আলমগীর, পাভেল বিশ^াস, তমা রায়, রূপা পত্রনবীশ, তপা, প্লামি, সৃজিতা, অরিত্র, মিথিলা, নভ, মাহি, সৌম্য ও অরণ্য প্রমুখ। বিপুল সংখ্যক শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।
×