ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এই সময়ে মাহবুবা শাহরীন

প্রকাশিত: ০৬:২৫, ২৩ ডিসেম্বর ২০১৭

এই সময়ে মাহবুবা শাহরীন

স্টাফ রিপোর্টার ॥ মাহবুবা শাহরীন মিডিয়া অঙ্গনের পরিচিত এক মুখ। একাধারে নাট্যকার, প্রযোজক ও সংগঠক তিনি। এক যুগেরও বেশি সময় ধরে মিডিয়ার বিভিন্ন অঙ্গনে কাজ করে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। সংস্কৃতি অঙ্গনের একাধিক ক্ষেত্রে সফল একজন মানুষ তিনি। গত ঈদ-উল-আযহায় মুক্তি পেয়েছিল মাহবুবা শাহরীনের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে গ্রাম বাংলার প্রাণের চলচ্চিত্র ‘সোনাবন্ধু’। দর্শক মহল থেকে শুরু করে সর্ব মহলে চলচ্চিত্রটি প্রশংসিত হয়। মাহবুবা শাহরীন বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার্স এ্যাসোসিয়েশন নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন। দেশের প্রথম সারির প্রোডাকশন হাউস এস জি প্রোডাকশনের কর্ণধারও তিনি। হালে বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের অর্থ সম্পাদক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ প্রসঙ্গে মাহবুবা শাহরীন বলেন আমাদের সংগঠনের ডাকে সাড়া দিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের পাশে যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন, ‘সোনাবন্ধু’ চলচ্চিত্র নিয়ে দেশব্যাপী জেলায় জেলায় প্রোগ্রাম করার মাধ্যমে সাধারণ জনগণের যে ভালবাসা পেয়েছি সেটাকে সামনে রেখে আরও ভাল কিছু কাজ করতে চাই। এ সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা চাই।
×