ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছায়ানট সভাপতি ড. সন্জীদা খাতুন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা

প্রকাশিত: ০৩:২৯, ১৮ মার্চ ২০১৭

ছায়ানট সভাপতি ড. সন্জীদা খাতুন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা

স্টাফ রিপোর্টার ॥ ছায়ানটের নতুন কমিটির সভাপতি আবারও ড.সন্জীদা খাতুন। ছায়ানটের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী সংসদের নির্বাচন হয় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে শুক্রবার। সন্জীদা খাতুনকে সভাপতি, সারওয়ার আলীকে নির্বাহী সভাপতি এবং সঙ্গীতশিল্পী লাইসা আহমদ লিসাকে সাধারণ সম্পাদক করে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ছায়ানটের ১৫ সদস্যের নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন নাট্যজন রামেন্দু মজুমদার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সভার কাজ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সন্জীদা খাতুন। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিগত সংসদের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদের সহ-সভাপতি সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল। ছায়ানটের বিবিধ কার্যক্রম পরিচালনার বিস্তারের সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের সূত্রে স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যে সর্বাত্মক ধ্বংসকার্যে সক্রিয় হয়ে উঠেছিল তা প্রতিরোধে সরকারের বলিষ্ঠ পদক্ষেপের কথা। একই সঙ্গে জানান, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক মনোভাবের প্রতিফলন নিয়ে ছায়ানটের গভীর উদ্বেগ ও ক্ষোভের কথা। বলেন, স্কুল পর্যায়ের পাঠক্রম ও পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িকতা ও মানবতার পরিপোষণমূলক বিষয়বস্তু বাড়ানোর পরিবর্তে একান্তই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাড়িত হয়ে পাঠ্যপুস্তক থেকে কিছু কিছু বিষয় এবং লেখক-কবির রচনা বাদ দেয়াকে ছায়ানট সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদী ধারণার বিস্তার রোধের অন্তরায় মনে করে। অন্তত স্কুল পর্যায়ে ‘সংস্কৃতি-সমন্বিত শিক্ষা’ ব্যবস্থার প্রবর্তনে সরকারের বাস্তবসম্মত উদ্যোগ প্রত্যাশা করে ছায়ানট। সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন ও আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন মোহাম্মদ সিফায়েত উল্লাহ্। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী সুলতানা কামাল ও মফিদুল হককে নিয়ে ছায়ানটের একটি সাত সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
×