ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয়া আলোকিত নারী ২০১৭ সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬:০৯, ১১ মার্চ ২০১৭

জয়া আলোকিত নারী ২০১৭ সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ দেশের খ্যাতনামা আট নারীকে জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করেছে বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। পঞ্চমবারের মতো এ সম্মাননা প্রদান করেছে আরটিভি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আরটিভির এমডি হুমায়ূন কবির বাবলু, সিইও সৈয়দ আশিক রহমান, এসএমসির এমডি আলী রেজা খান। এদিন অধ্যাপক মাহফুজা খানমকে (শিক্ষাবিদ) এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান আলোকিত নারী-২০১৭ সম্মাননা পদক তুলে দেন। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের হাত থেকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন (সঙ্গীত ব্যক্তিত্ব) সম্মাননা পদক নিয়ে বলেন, নারীদের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের সবাইকে জানাই ধন্যবাদ। লুনা সামসুদ্দোহাকে (নারী উদ্যোক্তা) পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও আরটিভির এমডি হুমায়ুন কবির বাবলু। সুজাতাকে (অভিনয় শিল্পী-চলচ্চিত্র) পদক দেন আরটিভির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও অভিনেত্রী অরুণা বিশ্বাস। এ সময় সুজাতা ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। আরটিভির পরিচালক বিলকিস নাহার আলমের হাত থেকে পদক নিয়ে জোবেরা রহমান লিনু (ক্রীড়া-টেবিল টেনিস) বলেন, অসুস্থ থাকা সত্ত্বেও আজ এ আয়োজনে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। অভিনয় শিল্পী লায়লা হাসান ও চঞ্চল চৌধুরীর হাত থেকে পদক নিয়ে কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম বলেন, এত বড় আয়োজনে যোগ দিতে পেরে আমি গর্বিত। এ ছাড়া মিলি বিশ্বাস (চ্যালেঞ্জিং পেশা), সওগাত নাজরিন খান (সমাজসেবা) আলোকিত নারী-২০১৭ সম্মাননা পান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন রেজোয়ানা চৌধুরী বন্যা ও ফাহমিদা নবী। বিশ্বসাহিত্যে ৮ প্রেমিক যুগলকে নিয়ে পরিবেশিত হয় বিশেষ র‌্যাম্প শো। এটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দেন বিপ্লব সাহা। ইভান শাহরিয়ার সোহাগের নির্দেশনায় তারিন, তামান্না রহমান, ভাবনা, মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবির ও নৃত্যভূমির শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। আলিফ ও তানিয়া হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। আরটিভি-জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা অনুষ্ঠানটি স্পন্সর করেছে জয়া। কো-স্পন্সর হিসেবে আছে মধুমতি, মার্কেন্টাইল ও এনআরবি গ্লোবাল ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল লুক এ্যাট মি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন। মেকআপ পার্টনার পারসোনা।
×