ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কলকাতার রাতশ্রী কতটা সফল হবেন এদেশে?

প্রকাশিত: ১৯:৩৬, ২০ জানুয়ারি ২০১৭

কলকাতার রাতশ্রী কতটা সফল হবেন এদেশে?

অনলাইন ডেস্ক॥ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তন হয়েছে। অবশেষে অপেক্ষার পালা শেষ। এবার আলোর মুখ দেখছে। আজ সারাদেশে মুক্তি পাচ্ছে রাতশ্রী দত্ত অভিনীত প্রথম ছবি তুখোড়। ছবিটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। রাতশ্রীর নায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের শিবলী নোমান। রাতশ্রী কলকাতার মেয়ে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের মাধ্যমেই অভিষেক। অভিষেকেই ভীষণ আশাবাদী এই তরুণ অভিনেত্রী। নিজের প্রথম ছবিকে সফলতার মুখ দেখাতে গত একমাস ধরে বাংলাদেশে রয়েছেন। ছবির প্রমোশনে নিজেকে নিবেদিতপ্রাণ করেছেন। ছুটে চলেছেন রাজধানীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। গতকাল এসেছিলেন কালের কণ্ঠ অফিসে। এখানেই জানালেন, ছবির জন্য নিজেকে ডেডিকেট করেছি। রাতশ্রী বললেন, গত একমাস ধরে বাংলাদেশে আছি, শুধু আমার ছবির সফলতার জন্য। এভাবে না বললেও চলে আসলে আমি বাংলা চলচ্চিত্রকে মনের ভেতর থেকে ধারণ করতে চাই। বাংলা ছবির উজ্জ্বল দিনকে ফিরে আসছে-এটা দেখতে চাই। তার অংশ বিশেষ কিংবা ইতিহাস হয়ে থাকতে চাই। শিবলী-রাতশ্রী জুটির ‘তুখোড়’। থ্রিলার ঘরানার এই ছবিটিতে আরো থাকছেন শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খানকে। আর শিবলীর বিপরীতে রাতশ্রীকে ছাড়াও দেখা যাবে ‘লাক্স-চ্যানেল আই সুন্দরী’ খ্যাত সামিহা খান ও সাদিয়া সোমাকে। পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে ‘তুখোড়’ প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু। সহকারী পরিচালক হিসেবে ছিলেন সোহেল রানা পার্থ। শুরুতেই ৬০টি হলে 'তুখোড়' মুক্তি পাচ্ছে। এতে ভীষণ উচ্ছ্বসিত রাতশ্রী বলেন, আসলে এদেশের মানুষ যদি আমাকে গ্রহণ করে তাহলে নিজেকে অনেক লাকি মনে করবো। আমি বাংলাকে ধারণ করি। যেখানেই বাংলা সেটাই আমার। বাংলাদেশকে তো আমি অন্যদেশ মনে করতে পারি না। আমি এদেশের ময়ানুষের মনে জায়গা ধরে রাখতে চাই। কলকাতার রাতশ্রী কতটুকু সফল হবেন এদেশে?
×