ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘শিল্পবাড়ী’তে হেলাল হাফিজ

প্রকাশিত: ০৫:৫২, ২৬ নভেম্বর ২০১৬

‘শিল্পবাড়ী’তে হেলাল হাফিজ

সংস্কৃতি ডেস্ক ॥ জিটিভির শিল্প-সাহিত্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘দর্জিবাড়ী নিবেদিত ‘শিল্পবাড়ী’। শিল্পবাড়ী অনুষ্ঠানের এবারের পর্বে উপস্থিত থাকবেন- দেশের অন্যতম কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজ। বাংলাদেশের একজন আধুনিক কবি। বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা পান। তার কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংকলন বের হয়। যা বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা। এই কবির জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি আনন্দ আর বেদনার কথা বলবেন জিটিভির ‘শিল্পবাড়ী’ অনুষ্ঠানে। সাহিত্যের নানা বিষয় নিয়ে সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটি আজ রাত ৮-৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
×