ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গানে গানে সলিল চৌধুরীকে শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:১৪, ২০ নভেম্বর ২০১৬

গানে গানে সলিল চৌধুরীকে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীর সেগুনবাগিচার প্রফেসর আখতার ইমাম মিলনায়তনে ‘সরগম গানে গানে সন্ধ্যা’ শীর্ষক এ আয়োজন করা হয়। দেশের সঙ্গীতবিষয়ক পত্রিকা মাসিক সরগমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পী উল্কা হোসেন ও স্বপন কুমার দাস জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। এ আয়োজনের মাধ্যমে বেশ কিছু দিন পর একটি ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান উপভোগ করল সঙ্গীত অনুরাগীরা। আয়োজনের শুরুতেই দ্বৈত কণ্ঠে ‘পুরনো সেই দিনের কথা’ গান পরিবেশন করেন শিল্পী উল্কা হোসেন ও স্বপন কুমার দাস। এই গানের মাধ্যমে তারা যেন সঙ্গীতের পুরনো সেই ঐতিহ্যের কথাই সবাইকে স্মরণ করিয়ে দেন। এরপর টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় শিল্পী উল্কা হোসেন তার পরিবেশনা শুরু করেন সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে তার কথা ও সুরে লতা মঙ্গসকরের ‘যা রে যারে উড়ে যারে পাখী’ গানটি দিয়ে। এরপর শাহনাজ রহমতুল্লাহর ‘সাগরের সৈকতে’, ‘প্রেম একবারই এসেছিল নীরবে’, ‘কাগজের এই নৌকো আমার’, ‘ঘুম ঘুম চাঁদ’, ‘যার ছাঁয়া পড়েছে’ গানগুলো পরিবেশন করেন। শেষে প্রসেনজিতের কথায় শেখ সাদী খানের সুরে ‘আমার মনটা বলে’ গানটি পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন সরগম সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। তিনি প্রথমেই সলিল চৌধুরীর কথা ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা’, রবীন্দ্রসঙ্গীত ‘নিত্য তোমার যে ফুল ফোঁটে বনে ও ‘আমার মন মানে না দিন রজনী’, রজনীকান্তের ‘প্রেমে জল হয়ে যাও গলে’ নজরুলের আমার কোন কূলে আজ ভিড়লো তরী’, ‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে’ এবং পিন্টু ভট্টাচার্যের ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে’ গানগুলো পরিবেশন করেন। স্বপন কুমার দাসের ভরাট কণ্ঠে শ্রোতারা কয়েকটি কমশোনা গান শুনতে পেলা এরপর শিল্পী উল্কা হোসেন পরিবেশন করেন- ‘কি লিখি তোমায়’, ‘চাঁদের কন্যা’, ‘আমি রজনী গন্ধা’, ‘কলকল ছলছল’, ‘মোর ভাবনারে’ এবং সবশেষে তার মনিরুজ্জামান মনিরের কথা ও আলাউদ্দীন আলীর সুরে ‘আমার কলম বন্ধু’ গানের মাধ্যমে তার পরিবেশনা শেষ করেন। এরপর স্বপন কুমার দাস সতীনাথ মুখোপাধ্যায়ের গান ‘যদি সহেলী আমায় কানে কানে কিছু বলে’, জটিলেশ্বরের- ‘কেউ বলে ফাগুন কেউ বলে পলাশের মাস মান্না দে’র ‘আমি যামিনি তুমি শশী’, সাইফুল ইসলামের- ‘তুমি সন্ধ্যাকাশের তারার মতো’, চাঁদপুরের প্রয়াত হরিপদ চন্দ রচিত ‘কেঁদো না মা কেঁদো না’, পরিবেশন করেন। সুর চাঁদপুরের সঙ্গীত নিকেতনের। চমৎকার এই দেশাত্মবোধক গানটি শ্রোতাদের মুগ্ধ করে। অখিল বন্ধু ঘোষের তোমার ভূবনে ফুলের মেলা গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন শিল্পী। অনুষ্ঠানে শিল্পীদের সহযোগিতা করেন তবলায় জিয়া, গিটারে রিচার্ড কিশোর এবং কিবোর্ডে সজীব। শ্রোতারা যাবার সময় ‘সরগম’র এই চমৎকার আয়োজনের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর অনুষ্ঠানের প্রত্যাশা করেন। সুস্থধারার সঙ্গীতের প্রচার ও প্রসারে ২১ বছর ধরে কাজ করে যাচ্ছে ‘সরগম’ পত্রিকাটি। অনুষ্ঠান শুরুর আগে সরগম সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আজকাল অনুষ্ঠানে এসে গান শোনার শ্রোতা কেনো জানি হারিয়ে যাচ্ছে। আমাদের এই প্রয়াস শ্রোতাদের নিয়মিত কিছু ভাল গান উপহার দেয়া। তিনি বলেন-আমরা ইচ্ছে করেই কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি রাখিনি। শ্রোতাদের আমরা শুধু সঙ্গীতই শোনাতে চেয়েছি। তিনি বলেন, আজ উপ-মহাদেশের বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মদিন। এই অমর এবং কালজয়ী সুরকারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
×