ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

বিজয়ের মাসে সিনেমা মুক্তির দৌড়ঝাঁপ

প্রকাশিত: ০৬:৪০, ১৭ নভেম্বর ২০১৬

বিজয়ের মাসে সিনেমা মুক্তির দৌড়ঝাঁপ

চলচ্চিত্রের অক্সিজেন মাস্ক হিসেবে ধরা হয় দুই ঈদ উৎসবকে। তবে এবার যেন বিজয়ের আনন্দ ঈদের চেয়েও বেশি। এজন্যই জমে উঠবে ডিসেম্বর মাসে সিনেমাপাড়া। তাই এবার ডিসেম্বর মাস অর্থাৎ বিজয়ের মাসকে কেন্দ্র করে ছবি মুক্তির প্রতিযোগিতা নেমেছে প্রযোজকরা। আগে কম করে হলেও প্রতি ঈদে হাফ ডজন করে নতুন ছবি মুক্তি পেত। কোন একসময় তো একসঙ্গে রেকর্ডসংখ্যক ১৬টি ছবিও মুক্তি পেয়েছিল। যদিও সেসব এখন ইতিহাস। তবে চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে ছবি মুক্তির হিসাব ভিন্ন। চলছে চলচ্চিত্র অঙ্কনে ছবি মুক্তির দৌড়ঝাঁপ। এ মাসে বছরের রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। শেষ খবর জানা মতে, এ পর্যন্ত ১০টি ছবি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি চলছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে ‘ধূমকেতু’, ‘সত্তা’ ‘প্রেমী ও প্রেমী’, ‘এক পৃথিবী প্রেম’, ‘আমি তোমার হতে চাই’, ‘অন্তর জ্বালা’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘শেষ চুম্বন; ‘মুখোশ মানুষ, ‘ডিটেকটিভ’ (এনিমেশন) ইত্যাদি। মুক্তির অপেক্ষায় থাকা অধিকাংশ ছবিই নানা কারণে সারা বছরই ছিল আলোচনায় এখন মুক্তির তারিখ নির্ধারণ হওয়ায় দর্শকরা ছবিগুলো উপভোগের অপেক্ষায় আছেন। আবার দেখা গেছে অনেক ছবির নির্মাতা বছর শেষে ছবি মুক্তির কথা বললেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। যেমন- আলোচিত ‘রাজনীতি’ ছবি বিজয় দিবসে মুক্তির কথা থাকলেও পরিচালক বুলবুল বিশ্বাস জানান, তিনি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ধূমকেতু আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে বছরের আলোচিত ছবি ‘ধূমকেতু’। শফিক হাসান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান, পরীমনি, তানহা তাসনিয়া প্রমুখ। ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘ধূমকেতু’ ছবিটি। কয়েক মাস আগে ছবিটির ট্রেলারে শাকিব-পরীর অন্তরঙ্গতা দর্শকদের মাঝে উষ্মা ছড়ায়। ‘ধূমকেতু’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। নির্মাতা শফিক হাসানের মতে, তিনি ছবিটি লম্বা সময় ধরে যতœ নিয়ে নির্মাণ করেছেন। ‘ধূমকেতু’ সবার কাছে ভাল লাগবে। সত্তা শাকিব খান-পাওলি দাম অভিনীত আলোচিত ছবি ‘সত্তা’র নির্মাণ কাজ শেষ। ৩০ ডিসেম্বর শুক্রবার ছবিটি সারা দেশব্যাপী মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ‘নির্মাতা বলেন, ‘অনেক ধকল কাটিয়ে ‘সত্তা’র কাজ শেষ করেছি। এখন ছবিটির ডাবিং চলছে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিতে অন্যদের মধ্যে আরও অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। প্রেমী ও প্রেমী যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ ছবিটিও রয়েছে মুক্তির দৌড়ে। রোমান্টিক ঘরানার এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম নায়ক আরেফিন শুভ এবং স্টাইলিস্ট নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এ ছবি মুক্তির বিষয়ে এই নির্মাতা বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘প্রেমী ও প্রেমী’। তারাই নির্ধারণ করবেন ছবিটি কবে মুক্তি পাবে। তবে আমাকে জানানো হয়েছে ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে। এক পৃথিবী প্রেম ‘কয়েক দফায় মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এবার আর হেরফের হচ্ছে না। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান যটিয়ে আগামী ২৩ ডিসেম্বর ‘এক পৃথিবী প্রেম’ মুক্তি দেয়া হবে। সেভাবেই প্রচারণা চলছে- বললেন ছবির নির্মাতা এস এ হক অলিক। তিনি বলেন, এর আগে ১২ আগস্ট এবং ২১ অক্টোবর দুটি তারিখে ছবিটি মুক্তির কথা থাকলেও সেসময় দেশের পরিস্থিতি ছবি মুক্তির অনুকূলে ছিল না। তাই সবদিক বিবেচনা করে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে এবার আর মুক্তি কেউ ঠেকাতে পারবে না আশা করি। ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে প্রধান দুটি চরিত্রে আছেন নতুন জুটি আসিফ-আইরিন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আফজাল শরিফ প্রমুখ। আমি তোমার হতে চাই অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তির তারিখ না চূড়ান্ত হলেও আগামী মাসেই দর্শকদের কাছে পৌঁছবে বলে পরিচালক অনন্য মামুন জানান। এরই মধ্যে ছবিটি ডাবিং এবং সেন্সর কাঠগড়াও অতিক্রম করেছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী। এটি বাপ্পী-মিম জুটির তৃতীয় ছবি। অন্তর জ্বালা গুণী নির্মাতা মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটিও রয়েছে মুক্তির মিছিলে। ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এর আগাগোড়া নির্মাণ কাজ শেষ। তার ভাষ্য, ‘আমি ছবিটি যতœ করে বানিয়ে দিয়েছি। এবার মুক্তির বিষয়টি নির্ধারণ করবেন ছবির প্রযোজক। তিনি যখন চাইবেন, তখন মুক্তি দেয়া হবে।’ তবে বছর শেষেই ছবিটি মুক্তির সম্ভাবনা- এমনটা সুর পাওয়া গেল উল্টাপাল্টা ছবির নির্মাতার বক্তব্যে। শেষ চুম্বন বিজয় দিবসে মুক্তি দেয়া হবে ‘শেষ চুম্বন; ছবিটি- এমন ঘোষণা ছবির নির্মাতা মুন্তাহিদুল লিটন অনেক আগেই দিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন ভিট তারকা সানজিদা তন্ময়, সাগর আহমেদ, শিশুশিল্পী সানজিদা রাইসা, শিমুল খান ছাড়াও আরও অনেকে। ‘শেষ চুম্বন’ ছবির ইংরেজী ট্যাগলাইন ‘দ্য লাস্ট কিস’। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত শেখ রাসেলকে। লাকী মুভিজের প্রযোজনায় আগামী ১৬ ডিসেম্বর ছবিটি ঢাকাসহ মোট ১৫টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।
×