ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৩:৫৬, ২ অক্টোবর ২০১৬

আজ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’ স্ক্রিপ্ট রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ‘ইত্যাদি’ স্পন্সরে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। ‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের এক যুবক মামুন বিশ্বাসকে নিয়ে প্রতিবেদন। রয়েছে রাঙ্গামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যম-িত, দর্শনীয় ও পর্যটকদের আকর্ষণীয় স্থানগুলোর ওপর প্রতিবেদন। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুত কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর। এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। গান গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙ্গামাটির চমচমি দেওয়ান। সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীরা। ব্যতিক্রমী একটি নাচে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন পাহাড়ী সম্প্রদায়ের শতাধিক নৃত্যশিল্পী। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস নাট্যাংশ। নতুন ভাবনার প্রকাশক, বিয়ের দাওয়াতে প্রযুক্তি, আদব-কায়দার একাল-সেকাল, বিজ্ঞাপন বিরতির যন্ত্রণা, আবাসন ব্যবসার ভবিষ্যত রূপ, ফেসবুক বিশেষজ্ঞ চিকিৎসক, তিরস্কারকে পুরস্কার ভাবাসহ বিভিন্ন বিষয়ে নাট্যাংশ। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প-নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প-নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। ‘ইত্যাদি’র শিল্পীরা হলেন- এসএম মহসীন, নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, সোলায়মান খোকা, কেএস ফিরোজ, শবনম পারভীন, জিয়াউল হাসান কিসলু, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশীষ ভৌমিক, জিল্লুর রহমান, আমিন আজাদ, বিলু বড়ুয়া, কামাল বায়েজিদ, মুকুল সিরাজ, শেলী আহসান, জামিল, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, সজল, ফাহিম, সাজ্জাদ সাজু, রবিন, ফরিদ, বাহার প্রমুখ। পরিচালকের সহকারী রানা ও মামুন।
×