ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাকী আখন্দের গানের মিউজিক ভিডিও আনছে প্রাণ

প্রকাশিত: ০৪:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৬

লাকী আখন্দের গানের মিউজিক ভিডিও আনছে  প্রাণ

সংস্কৃতি ডেস্ক ॥ কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের জনপ্রিয় তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে প্রাণ। মিউজিক ভিডিওগুলো বুধবার থেকে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। লাকী আখন্দের গাওয়া তুমুল জনপ্রিয়তা পাওয়া অন্যতম তিনটি গান হলোÑ ‘এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ ও ‘আগে যদি জানতাম’। গানগুলোর নতুন করে সঙ্গীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ‘জেলখানার চিঠি’খ্যাত গায়ক লিমন। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। ভিডিওতে মডেল হয়েছেনÑ অগ্নিœলা, আজাদ, নাজিফা তুষি, রাজ ও সৌমিক। সম্প্রতি লাকী আখন্দের সঙ্গে প্রাণ ফুডস লিমিটেডের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ ফুডসের চীফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার, হেড অব মার্কেটিং আলী হাসান আলম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, নির্মাতা রেদওয়ান রনি, শিল্পী লিমন ও কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই মহান শিল্পী ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিতে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। আলী হাসান জানান, ‘লাকী আখন্দ বাংলাদেশের সম্পদ। প্রবীণ এই শিল্পীর চিকিৎসা সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছে প্রাণ ফুডস। এ প্রসঙ্গে আজিম হোসাইন বলেন, লাকী আখন্দের সৃষ্টিগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও তার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে উপস্থাপনের ব্যবস্থা করবে প্রাণ। রেদওয়ান রনি বলেন, এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আশা করি গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকদের ভাল লাগবে।
×