ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আঁখি বৈদ্যর ‘সে আমার গোপন কথা’

প্রকাশিত: ০৬:৫২, ১৪ আগস্ট ২০১৬

আঁখি বৈদ্যর ‘সে আমার গোপন কথা’

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে শিল্পী আঁখি বৈদ্যের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘সে আমার গোপন কথা’। এ্যালবামে রবীন্দ্রনাথের ১০টি গান রয়েছে। এগুলো হলো- তুমি কোন ভাঙনের পথে এলে, সে আমার গোপন কথা, সেই ভাল সেই ভাল, কাহার গলায় পরাবি গানের রতন হার, চোখের আলোয় দেখেছিলেম, এ পথে আমি যে, গেছি বার বার, কেন তোমরা আমায় ডাকো, তোরা যে যা বলিস ভাই ও আমার ভাঙা পথের রাঙা ধুলায়। এ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন দুর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবাম প্রসঙ্গে আঁখি বলেন, রবীন্দ্রসঙ্গীত আমার ধ্যান-জ্ঞান সবই। এ উপলক্ষ্যে ‘সে আমার গোপন কথা’ এ্যালবামটি আমার দ্বিতীয় প্রয়াস। আশা করছি রবীন্দ্র ভক্তদের কাছে এ্যালবামের গানগুলো ভাল লাগবে।
×