ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শারমিন দীপুর ‘কাব্য’

প্রকাশিত: ০৩:৫৯, ৭ জুন ২০১৬

শারমিন দীপুর ‘কাব্য’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী শারমিন আক্তার দীপু। কণ্ঠের মায়াবী সুরের জালে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী দিপু। কারণ তিনি সব সময় ভিন্ন ধর্মী গান করতে পছন্দ করেন। তবে তার প্রথম পছন্দ শেকড়ের গান লোক গান। এই ধারার গানই তিনি বেশি করে থাকেন। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। মাঝে মধ্যে স্টেজ প্রোগ্রামেও অংশ নেন। সঙ্গীত ক্যারিয়ারে শিশু বয়স থেকেই নানা অর্জন রয়েছেন দীপুর। এগুলোর মধ্যে ‘এসএম সুলতান সম্মাননা’, ‘কবি নজরুল ইসলাম সম্মাননা’, জেলা বিভাগ পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। ২০০৪ সালের বিটিভির নতুন কুড়ির শিশুশিল্পী হিসেবে পুরস্কারের মধ্য দিয়ে গানের ভুবনে আসেন। সেই থেকে বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। নিয়মিত সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় গত বিশ্ব ভালবাসা দিবসে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় তার একক এ্যালবাম ‘কাব্য’। এ্যালবামের বেশ কয়েকটি গান ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ্যালবামের গানের সুর করার পাশাপাশি দ্বৈত কণ্ঠে দীপুর সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান, মিলন মাহমুদ, প্রতীক হাসান। ৩টি ডুয়েট এবং ৫টি সলো গান দিয়ে সাজানো এ্যালবামের ‘বৃষ্টি’ এবং ‘দূরে যেওনা’ শিরোনামের গানগুলোর মিউজিক ভিডিও আলোচিত হয়েছে। খুব শীঘ্রই এই এ্যালবামে ‘তুই আমার হিয়া’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। ভিডিও পরিচালনা করবেন রেইন ড্রপস প্রোডাকশনের কর্ণধার সৌমিত্র ঘোষ ইমন। এরই ধারাবাহিকতায় ‘অচীন পাখি’ শিরোনামের গানটির ভিডিও অচিরেই বাজারে আসবে। এতে শিল্পী শারমিন দীপুর পাশাপাশি প্রতীক হাসানকেও দেখা যাবে। নিয়মিত সঙ্গীত চর্চার পাশাপাশি লেখাপড়াতেও মনযোগী শারমিন দীপু। সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শারমিন দীপু বলেন, গান নিয়ে থাকতে চাই, গানের মাধ্যমেই নিজেকে মানুষের কাছে পরিচিতি করতে চাই। আর আমি গানের মাধ্যমেই বেঁচে থাকব। আর শ্রদ্ধা জানাই আমার মাকে যার নিরলস পরিশ্রমে আমি শারমিন দীপু। আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে আসছে তার দ্বিতীয় এ্যালবাম। নাম ঠিক না হওয়া এই এ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। দীপু নতুন নতুন গান তৈরি এবং গাওয়ার মাধ্যমে দেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করবেন। এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষে। তার জন্য শুভ কামনা।
×