ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আজম খান স্মরণে বামবা

প্রকাশিত: ০৩:৪৭, ৪ জুন ২০১৬

আজম খান স্মরণে বামবা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত আজম খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার। এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ভবনে তার স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড’স এ্যাসোসিয়েশন (বামবা)। এতে প্রধান অতিথি থাকবেন আজম খানের সহোদর সুরস্রষ্টা আলম খান। বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। এছাড়াও অংশ নেবেন বরেণ্য শিল্পীর পরিবার এবং বামবার সদস্যরা। বামবার সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু বলেন, আজম খান চলে গেলেও তিনি এখনও আমাদের হৃদয়ে আছেন, থাকবেন চিরকাল। তার জীবন কেমন ছিল এবং আজও যে তা আছে সেটাই ভাগাভাগি করতে চাই আমরা। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন আজম খান। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ জুন সকালে রাজধানী ঢাকায় সম্মিলিত শামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
×