ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৪:২১, ১৪ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি নাসির আহমেদ, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মিয়া মনসফ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব ইয়াছিন মোহাম্মদ প্রমুখ। এ আয়োজন প্রসঙ্গে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব ইয়াছিন মোহাম্মদ জনকণ্ঠকে জানান গত বছর সারাদেশের ৫৮ জেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১ বিষয়ে ৪ গ্রুপে প্রায় ৭০ হাজার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে গত শুক্রবার উদয়ন স্কুলে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় দুই সহস্রাধিক প্রতিযোগী। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ছড়াগান, পল্লীগীতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কন। প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী ১১৯ জনকে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর পদক’ প্রদান করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারকারী স্বর্ণ, দ্বিতীয় স্থান অধিকারকারী রৌপ্য এবং তৃতীয় স্থান অধিকারকারী ব্রোঞ্জ পদক লাভ করে। পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। জাতীয়ভাবে এমন একটি আয়োজন সফল হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ইয়াসিন মোহাম্মদ। তিনি বলেন, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্যে আজকের শিশু কিশোররা যেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক আদর্শে নিজেদের গড়ে তোলে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তারা তাদের মেধাকে কাজে লাগায় সে বিষয়ে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। আয়োজন সফলতার সঙ্গে শেষ হওয়ায় আমরা আনন্দিত।
×