ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ ইনোভেটিভ টিচিং এ্যান্ড লার্নিং এক্সপো

প্রকাশিত: ০৫:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

ক্যাম্পাস সংবাদ ॥ ইনোভেটিভ টিচিং এ্যান্ড লার্নিং এক্সপো

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে ইনোভেটিভ টিচিং এ্যান্ড লার্নিং এক্সপো ২০১৭ আজ (২৬ আগস্ট) শেষ হয়েছে। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ও ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত এক্সপোর সহযোগিতায় এবং স্ট্রেটিজিক পার্টনার হিসেবে রয়েছেন এনসিসি এডুকেশন (ইউকে), আইডিপি, ভেনচুরাস, বিএসএইচআরএম, এইচআরডিআই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, টেন মিনিট স্কুল, বোল্ড ও জবসবিডি। এক্সপোর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান। ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি এডুকেশন, ইউকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা এলান নরটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও মোঃ মোশারফ হোসেন, সভাপতি, বিএসএইচআরএম। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ এক্সপো সাংগঠনিক সভাপতি মোহাম্মদ নূরুজ্জামান ও কো চেয়ার প্রফেসর ড. ফরিদ এ সোবহানী। এক্সপোতে মোট ইনোভেটিভ টিচিং এ্যান্ড লানিংয়ের ওপর প্রায় শতাধিক প্রজেক্ট প্রদর্শিত হয়। এর মধ্যে শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোঃ ওমর ফারুক ও তার সহযোগী মোঃ শাহরিয়ার আলম ও বায়েজিদ খানের অক্সো মাস্ক প্রকল্প এবং দ্বিতীয় স্থান অধিকার করে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সবীর চন্দ্র গুপ্ত ও মাসরুর আহমেদ এর ‘এনি ওয়ে টানেল’ প্রকল্প। ¦ ক্যাম্পাস প্রতিবেদক
×