ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

সোনার দাম ভরিপ্রতি কমছে ২,২৭৫ টাকা

প্রকাশিত: ২১:৩৪, ১৭ আগস্ট ২০২২

সোনার দাম ভরিপ্রতি কমছে ২,২৭৫ টাকা

সোনার অলংকার

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা কমছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বুধবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ৭ আগস্ট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল সমিতি। তাতে সোনার দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ দামে, ৮৪ হাজার ৩৩১ টাকা।

দাম কমায় হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৫৬ টাকা লাগবে। এছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ২৮৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।