ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কেপিটেক পপুলার লাইফের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৬:৩২, ৯ জানুয়ারি ২০১৯

কেপিটেক পপুলার লাইফের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

খসড়া প্রসপেক্টাসের অনুমোদন পেয়েছে কেপিটেক পপুলার লাইফ পি এফ ইউনিট ফান্ড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সম্পদ ব্যবস্থাপক কেপিটেক এ্যাসেট ম্যানেজম্যান্ট লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। -অর্থনৈতিক রিপোর্টার সিএসইর চেয়ারম্যানের পদত্যাগ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। যা সিএসইর পর্ষদে গৃহীত হয়েছে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সিএসইর পরিচালনা পর্ষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরীকে নির্বাচন করেছে। উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×