ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার চারদিন বন্ধ

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ ডিসেম্বর ২০১৮

 শেয়ারবাজার চারদিন বন্ধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে এর আগে শুক্র ও শনিবার থাকার কারণে শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৪ দিন। জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশের সব সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এইকসঙ্গে এদিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আবার পরের দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলি ডে। এদিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেনের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। সবমিলে ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। এর আগে ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালন করা হবে। এদিনও দেশের সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।
×