ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেলিগ্রাম মেসেজিং সেবার অনুমোদন দিল এ্যাপল

প্রকাশিত: ০৪:০৫, ৪ জুন ২০১৮

  টেলিগ্রাম মেসেজিং সেবার অনুমোদন দিল এ্যাপল

অবশেষে টেলিগ্রাম মেসেজিং সেবার আপডেট সংস্করণের অনুমোদন দিয়েছে এ্যাপল। বিশ্বজুড়ে এ্যাপল টেলিগ্রাম এ্যাপের আপডেট নেয়া বন্ধ করে রেখেছে বলে দাবি করেন টেলিগ্রাম প্রধান নির্বাহী। ঠিক তার একদিন পরই এ্যাপল টেলিগ্রামের আপডেট সংস্করণ অনুমোদন দিয়েছে বলে খবর প্রকাশ করল আইএএনএস। এ নিয়ে টেলিগ্রাম প্রধান নির্বাহী পাভেল দুরভ টুইটারে এ্যাপলকে ধন্যবাদ জানিয়েছেন। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পাভেল দুরভ বলেন, ‘আমাদের সব ব্যবহারকারীর আলাপচারিতার ডিক্রিপশন কি রুশ নিরাপত্তা সংস্থাগুলোকে দিতে অস্বীকৃতি প্রকাশ করলে এপ্রিলে নিজেদের দেশে টেলিগ্রাম নিষিদ্ধ করে দেয়া হয়। আমরা বিশ্বাস করি আমরা একমাত্র সম্ভব কাজটিই করেছি, সমস্যা থাকা একটি দেশে আমাদের ব্যবহারকারীদের অধিকার সংরণ করছি।’ -অর্থনৈতিক রিপোর্টার
×