ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২৫ শতাংশ

প্রকাশিত: ০৫:০৭, ৪ মার্চ ২০১৮

গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহ থেকে ৩৬৯ কোটি টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে বিদায়ী সপ্তাহে ১ হাজার ৮৬৭ কোটি ৯৪ লাখ ৮১ হাজার ১৬০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৬৯ কেটি ৪৪ লাখ ৮২ হাজার ৪৯৮ টাকা বা ২৪.৬৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৮ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকার। বিদায়ী সপ্তাহে ডিএসইতে সব সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ৩৬.১৫ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বা ১.২৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ এবং শরিয়াহ সূচক ৩.০৭ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৬৮ ও ১ হাজার ৩৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ০৩৫ টাকার। যা আগের সপ্তাহ থেকে ৪০ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৯ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯২৪ টাকার। আগের সপ্তাহে সিএসইতে সব সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বা ০.৮৪, সিএসই-৩০ সূচক ১২২ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ, সিএসসিএক্স ১০৮ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ ও সিএসআই ৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৫, ১৬ হাজার ৩৭৫, ১০ হাজার ৯১১ ও ১ হাজার ২১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির দর।
×