ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কানসাটে আশ্বিনা আমের রমরমা ব্যবসা

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

কানসাটে আশ্বিনা আমের রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগগঞ্জসহ কানসাটের বাজারে এখনও নামছে আশ্বিনা আম। তবে দর অনেক বেশি পাঁচ হাজার টাকা মন দরে কেনা বেচা হচ্ছে এই আম। পুরো জেলায় আশ্বিনা আমের গাছের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৫৮। তার মধ্যে গোমস্তাপুরে ৫৮ হাজার ৭২৫ আর শিবগঞ্জে রয়েছে ৩০ হাজার গাছ, সদরে ২৪ হাজার ৬শ’। সদর ও গোমস্তাপুর খুবই কাছাকাছি হওয়ার কারণে এই অঞ্চলের আশ্বিনা নামে কানসাট বাজারে। এখন পর্যন্ত শতকরা ৬০% গাছে আশ্বিনা রয়েছে। আর এসব আশ্বিনা আমের বাগান মালিকেরা ব্যাগ পদ্ধতি ব্যবহার করায় আম পোকামাকড় মুক্ত রয়েছে। দেখতেও আকারে অনেক বড় হওয়ার কারণে এবার মৌসুমের শেষে এসে আশ্বিনা আম বাজার পেয়েছে। এই ছাড়াও কানসাটের বাজারে নাভী জাতের গৌড়মতি পাওয়া যাচ্ছে। যার স্বাদ অনেকটা ল্যাংড়ার মতো। আঞ্চলিক কৃষি গবেষণাগার (সাবেক আম গবেষণাগার) বলছে এবার কার্তিক মাসেও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম পাওয়া যাবে। তবে শিবগঞ্জ সীমান্তের কাছাকাছি পশ্চিম বাংলার মালদহ অংশের আশ্বিনা আমও ব্যাপক হারে চোরাই পথে বাংলাদেশে ঢুকছে। দর শিবগঞ্জ অঞ্চলের আশ্বিনার চেয়ে অর্ধেক হওয়ার কারণে ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য অংশের পাইকাররা আগ্রহ ভরে চোরাই পথে আসা মালদহের আশ্বিনা ব্যাপক হারে নিয়ে যাচ্ছে। শেয়ার বেচবেন ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা মোঃ শফিকুল ইসলাম শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
×