ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার শুরু হচ্ছে আন্তর্জাতিক স্টীল প্রোডাক্ট সামিট

প্রকাশিত: ০৫:৩৩, ১০ জুলাই ২০১৭

মঙ্গলবার শুরু হচ্ছে আন্তর্জাতিক স্টীল প্রোডাক্ট সামিট

তৃতীয় আন্তর্জাতিক স্টীল লং প্রোডাক্ট সামিট আগামী মঙ্গলবার দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে এ সামিট অনুষ্ঠিত হবে। ভারতের স্টীল গ্রুপ এ সামিটের আয়োজন করছে। সামিটে দেশ-বিদেশে ব্যবহৃত লং স্টীল পণ্য বিশেষ করে টিএমটি বারের গুণগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, আধুনিক মার্কেটি, পলিসি, ভূমিকম্প প্রতিরোধে কি ধরনের টিএমটি বার ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় নিয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা আলোচনা করবেন। সামিটে জার্মানি, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান, বাংলাদেশসহ কয়েকটি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের মধ্যে বিএসআরএম, জিপিএইচ ইস্পাত, পিএইচপি গ্রুপ, আরএসআরএমসহ বড় শিল্প প্রতিষ্ঠান এই সামিটে অংশ নেবে। দিনব্যাপী সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। Ñঅর্থনৈতিক রিপোর্টার ভারতে ১ হাজার কোটি রুপী বিনিয়োগ করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন ভারতের বাজারে ব্যবসা আরও সম্প্রসারণ করছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন। এ লক্ষ্যে কর্ণাটকে ১ হাজার কোটি রুপীর প্লান্ট স্থাপন করছে কোম্পানিটি। এই প্লান্টে শ্বাসতন্ত্রের ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুত করা হবে। বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, কর্ণাটকের ভেমগালে নতুন এই কারখানা নির্মাণের জন্য ১ হাজার কোটি রুপী বিনিয়োগ হচ্ছে। আগামী ২০১৮ সালে এটি উৎপাদনে যাবে। এই কারখানা থেকে বছরে ৮ হাজারের বেশি ট্যাবলেট ও ১০০ কোটি পিস ক্যাপসুল উৎপাদন হবে। জিএসকে ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বৈদেশ বলেন নাসিক, মহারাষ্ট্র ও কর্ণাটকে হতে যাওয়া নতুন প্লান্টকে কেন্দ্রে করে আমরা উন্নতমানের ওষুধ প্রস্তুত করতে চাই। আশা করি আমরা চাহিদামতো ওষুধের যোগান দিতে সক্ষম হব। উল্লেখ্য, গ্ল্যাক্সোস্মিথক্লাইন যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। ২০০০ সালে গ্ল্যাক্সো ওয়েলকাম ও স্মিথক্লাইনের মার্জারে (একীভূতকরণ) কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×