ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইমাম বাটনের অস্তিত্ব হুমকির মুখে

প্রকাশিত: ০৪:১৬, ১৩ ডিসেম্বর ২০১৬

ইমাম বাটনের অস্তিত্ব হুমকির মুখে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন পর্যাপ্ত উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করতে পারছে না। এতে কোম্পানিটির লোকসান দিনে দিনে বাড়ছে। আর এমন অবস্থা চলতে থাকলে কোম্পানিটির ভবিষ্যতে টিকে থাকা অসম্ভব বলে মনে করছেন নিরীক্ষক প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবুও গত কয়েকদিনে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এটি তদন্তে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি দল কাজও করছে। সূত্র জানায়, কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। জানা গেছে, কোম্পানিটি মোট উৎপাদন ক্ষমতার মাত্র ২৩ শতাংশ কাজে লাগাতে সক্ষম। ভাঙ্গা মেশিন, বিদ্যুত বিভ্রাটের কারণে কোম্পানিটি পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। এতে নতুন ক্রেতা খুঁজতেও ব্যর্থ হচ্ছে কোম্পানিটি। এর ফলে কোম্পানির রিটেয়েন্ড লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৭ টাকা। ইমাম বাটন বৈদেশিক মুদ্রা লেনদেন করার পরেও এ বিষয়ে কোন লাভ-ক্ষতির কথা স্বীকার করেনি। কোম্পানিটি বর্তমানে দশমিক ৭১ অনুপাতে দাঁড়িয়ে আছে। আর এই কম রেশিওর কারণে কোম্পানিটি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতে পারে। নিরীক্ষক প্রতিষ্ঠানটির মতে, কোম্পানি কর্তৃপক্ষ যদি অবকাঠামোগত অবস্থার উন্নতি ও আর্থিক সমস্যার সমাধান না করতে পারে তাহলে ইমাম বাটনের ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে। ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট পরিশোধিত ৭ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৩১.৫৩ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫.৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩.০৯ শতাংশ শেয়ার রয়েছে। গত ২০১১-১৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
×