ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত: ০৩:৫৪, ৯ অক্টোবর ২০১৬

সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমেছে ৩ দশমিক ৩৪ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এর আগের সপ্তাহে ৬ কার্যদিবস লেনদেন হয়েছিল। আলোচ্য সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৭০৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের সপ্তাহে ৫ কার্যদিবস ধরলে হয় ২ হাজার ৮০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সেই হিসাবে লেনদেন কমেছে ৩ দশমিক ৩৪ শতাংশ। আর ৬ কার্যদিবস ধরলে হয় ১৯ দশমিক ৪৬ শতাংশ। কারণ ৬ কার্যদিবসে ৩ হাজার ৩৬০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৫৮ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯০ শতাংশ। রবিবারে সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের কিছুটা পতন হলেও শেষ কার্যদিবস বৃহস্পতিবারে সূচক বেড়েছে। সবমিলে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬১ শতাংশ বা ২৮ দশমিক ৫৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৩৩ শতাংশ বা ৫ দশমিক ৮৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৯ শতাংশ বা ৫ দশমিক ৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টি কোম্পানির। আর দর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, সিঙ্গার বিডি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল লিমিটেড, স্কয়ার ফার্মা, যমুনা ওয়েল, লাফার্জ সুরমা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইনটেক, ইভিন্স টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, পেনিনসুলা চট্টগ্রাম, প্রাইম ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স ও ড্যাফোডিল কম্পিউটার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, শ্যামপুর সুগার, ন্যাশনাল হাউজিং, ইস্টার্ন হাউজিং, মডার্ন ডাইং, সিমটেক্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও ফেডারেল ইন্স্যুরেন্স।
×