ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আহত ৯

শ্রীনগরে জঙ্গী হামলায় সিআরপি কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৪:০৩, ১৬ আগস্ট ২০১৬

শ্রীনগরে জঙ্গী হামলায় সিআরপি কর্মকর্তা নিহত

ভারতের স্বাধীনতা দিবসের দিন জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর কাশ্মীরের জঙ্গীরা হামলা চালিয়েছে। শ্রীনগরের কেন্দ্রস্থল নওহাট্টায় সোমবার চালানো এ হামলায় সিআরপিএফের এক কর্মকর্তা নিহত ও নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন জওয়ান ও একজন পুলিশ সদস্য। খবর এনডিটিভির। স্বাধীনতা দিবস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। নওহাট্টার অদূরে শ্রীনগরের বকশী স্টেডিয়ামে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ভারতের রাজধানী নয়াদিল্লীর লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণ দেয়ার সময়েই নওহাট্টায় হামলা চালানো শুরু হয়। ভাষণে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য মোদি কঠোর ভাষায় প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন। লিথোপেডিয়ন ভ্রƒণ! চিলির লা বোকার এস্টা মেলেন্ডাজ ১৯৭৮ সালে গর্ভধারণ করেন। কিন্তু কিছুদিন পরই ডাক্তাররা জানান, গর্ভ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এর ফলে ভ্রƒণটা গর্ভেই মারা যায়। কিন্তু এস্টার ৯২ বছর বয়সে দেখা গেছে, ওই ভ্রƒণ পাথর হয়ে গেছে। একে ডাক্তারি ভাষায় লিথোপেডিয়ন ভ্রƒণ বলে, যার ওজন ৪.৪ পাউন্ড। -সিবিসি কটূক্তির জবাব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে থাকা সেলেনা গোমেজকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি লেখেন, ইনস্টাগ্রামের সবচেয়ে বড় তারকার সঙ্গে আমাদের ছোট্ট ঘরে কথা বললাম। সঙ্গে সেলেনার সঙ্গে তার ছবি পোস্ট করেন তিনি। এতে একজন কমেন্ট করেন, ‘তাহলে আর কী ইনস্টাগ্রামটাই কিনে ফেলুন, সেটা ভাল চালু হবে।’ জুকারবার্গের উত্তর, ‘ইতোমধ্যেই সেটা করে ফেলেছি।’ যোগ্য জবাব বোধ হয় একেই বলে। -জি নিউজ
×