ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিং গুটিয়ে নিল ইস্টার্ন ও প্রিমিয়ার ব্যাংক

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ জানুয়ারি ২০১৬

মোবাইল ব্যাংকিং গুটিয়ে নিল ইস্টার্ন ও প্রিমিয়ার ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হলেও এ সেবা প্রদানে সুবিধা করতে পারেনি দুই ব্যাংক। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে মোবাইল ব্যাংকিং কার্যক্রম ইতোমধ্যে গুটিয়ে নিয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও প্রিমিয়ার ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন বাতিল করলেও নিজ উদ্যোগে ব্যবসা বন্ধের ঘটনা এই প্রথম। সংশ্লিষ্টরা জানান, প্রিমিয়ার ও ইস্টার্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২০১২ সালে অনুমোদন নিয়ে স্বল্প পরিসরে এ সেবা দিয়ে আসছিল। দুটি ব্যাংকই এর মাধ্যমে শুধু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ সুবিধাভোগীর কাছে পৌঁছে দিত। তবে কোনভাবেই তা লাভজনক পর্যায়ে আনতে না পারায় শেষপর্যন্ত নিজেরাই তা বন্ধ করে দিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। এ কারণে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ডিসেম্বরভিত্তিক মোবাইল ব্যাংকিং প্রতিবেদনে ‘কার্যক্রম শুরু করা’ ব্যাংকের সংখ্যা দেখানো হয়েছে ১৮টি। আগের মাস নবেম্বরে যা ২০টি ছিল। এর আগে ২০১৪ সালের ৬ আগস্ট প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং অনুমোদন বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বেশ আগে অনুমোদন নিলেও কাজ শুরু না করায় একই বছর রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও জনতা ব্যাংকের অনুমতি বাতিল করা হয়। প্রাইমের অনুমোদন বাতিল করা হয় মূলত এজেন্ট নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তি থেকে জামানত হিসেবে নেয়া ২৫ কোটি টাকা ফেরত দিতে টালবাহানা করায়। তেলে কাবু রাশিয়ার অর্থনীতি অর্থনৈতিক রিপোর্টার ॥ গত দেড় বছরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। আর এতে বিপাকে পড়েছে পণ্যটির উৎপাদক দেশগুলো। সৌদি আরব থেকে শুরু করে ভেনিজুয়েলা, ইরাক সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। এ ধাক্কায় যোগ দিয়েছে রাশিয়াও। তেলে কাবু হয়ে গত বছরে দেশটির অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৩.৭ শতাংশ। সিএনএনের এক খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবরে বলা হয়, ২০১৪ সালের মাঝামাঝি থেকে অব্যাহত তেলের দরপতনে রাশিয়ার অর্থনীতির এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে একই বছর ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের অকুণ্ঠ সমর্থন দেয়ায় দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিও এ পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রার (রুবল) মান রেকর্ড পরিমাণ পতন ঘটেছে। যা দেশটিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি করেছে। ফলে রাশিয়ায় লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।
×