ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরা

প্রকাশিত: ১৭:১৬, ২৪ এপ্রিল ২০২৪

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরা

কাপ্তাই হ্রদ

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার্থে বুধবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদের মাছ ধরা। আগামী ২৪ জুলাই পর্যন্ত (৩ মাস) এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বুধবার রাত ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদ হতে যেগুলো মাছ ধরা হয়েছে, সেগুলো মাছের আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিবহনে রপ্তানি সম্পন্ন করতে হবে। গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
 
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সূত্রে জানায়, নিষেধাজ্ঞাকালীন সময়ে স্থানীয় বরফকল বন্ধ থাকবে। পাশাপাশি স্থানীয় বাজার সমূহ ও কাপ্তাই হ্রদের মনিটরিং করা হবে। একইসাথে জেলে ভিজিএফ কার্ডের মাধ্যমে জেলেদের চাল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।  

উল্লেখ্য, প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকে। তবে এবার হ্রদের পানি কমে যাওয়ায় ২৫ এপ্রিল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

শহিদ

×