ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরখাস্ত হওয়ার পরও অফিস করেন জাতীয় গৃহায়নের চেইনম্যান মুজিবর!

প্রকাশিত: ০০:৫৫, ২৫ মে ২০২২

বরখাস্ত হওয়ার পরও অফিস করেন জাতীয় গৃহায়নের চেইনম্যান মুজিবর!

স্টাফ রিপোর্টার ॥ বরখাস্ত হওয়ার পরও অফিস করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেইনম্যান মুজিবর রহমান। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০২০ সালে স্থায়ীভাবে বরখাস্ত হলেও নিয়মিত অফিসে আসেন। অভিযোগ রয়েছে, চাকরি না থাকলেও দুর্নীতি-অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থের জোরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন মুজিবর। সোমবার দুদক অনুসন্ধান টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে অভিযান চালিয়ে এর প্রাথমিক সত্যতা পায়। তবে চাকরি চলে যাওয়ার পরও কেন অফিসে আসছেন নিয়মিত, তার সদুত্তর দিতে পারেননি গৃহায়নের কর্মকর্তারা। দুদকের সহকারী পরিচালক মোঃ সহিদুর রহমান এবং উপসহকারী সোমা হোড়ের সমন্বয়ে একটি টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে এই অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও মুজিবর রহমান অঢেল সম্পদের মালিক। নিজের ব্যক্তিগত দুটি গাড়ি, রিয়েল এস্টেট ব্যবসা, আবার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে অভিযোগ রয়েছে। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক জানায়, মুজিবর রহমানের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরও নিয়মিত অফিসে বসে নানা ধরনের অনৈতিক এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে।
×