ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাদাব খান ফিরলেন ওয়ানডে দলে

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ মে ২০২২

শাদাব খান ফিরলেন ওয়ানডে দলে

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন শাদাব খান। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারেননি এ তারকা লেগস্পিনিং-অলরাউন্ডার। একই সঙ্গে বাবর আজমের দলে সহ-অধিনায়কের দায়িত্বও থাকছে তার কাঁধে। শাদাব ফিরলেও টিকে গেছেন অসিদের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪ উইকেট নেয়া নবীন লেগস্পিনার জাহিদ মাহমুদ। তবে ওই সিরিজের ২১ জনের দল থেকে বাদ পড়েছেন আসিফ আফ্রিদি, আসিফ আলি, হায়দার আলি, সৌদ শাকিল ও উসমান কাদির। বায়োবাবল না থাকলেও ইনজুরি প্রবণতার কারণে তখন দলের বহর বড় করা হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দলের সদস্য সংখ্যা কমিয়ে ১৬ জন করা হয়েছে। এই সিরিজেও নেই বায়োবাবলের যন্ত্রণা। আগামী ৮ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লীগের অন্তর্ভুক্ত এই সিরিজ। তিন ওয়ানডের সবই হবে রাওয়ালপি-িতে। ওয়ানডে দল ॥ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।
×