ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর কোস্টগার্ড

প্রকাশিত: ২৩:৩০, ২৩ মে ২০২২

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে বিশেষ অভিযান শুরু করেছে কোস্টগার্ড। বঙ্গোপসাগরকে বিভিন্ন জোনে ভাগ করে দ্রুতগতির বোট দিয়ে চলছে সাঁড়াশি অভিযান। কর্ণফুলী নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে কোস্টগার্ডের বিভিন্ন নৌযান দিয়ে চলছে তদারকি। এর ফলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে নামলে জব্দ করা হচ্ছে বোট ও জাল। কোস্টগার্ড চট্টগ্রামের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় গত কয়েকদিনে কেউ আইন অমান্য করেনি।
×