ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জের কবাই হানুয়া ব্রিজ এখন মরণফাঁদ

প্রকাশিত: ২৩:২৪, ২৩ মে ২০২২

বাকেরগঞ্জের কবাই হানুয়া ব্রিজ এখন মরণফাঁদ

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন প্রাণকেন্দ্র থেকে বয়ে যাওয়া পোড়ারধন খালের ওপর হানুয়া টু কালেরকাঠি সংযোগ আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢোলা রিয়াজউদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা, উত্তর কালেরকাঠি হাফেজী মাদ্রাসা, হানুয়া মতিজান মাধ্যমিক বিদ্যালয়, হানুয়া পেয়ারপুর দাখিল মাদ্রাসা, পেয়ারপুর বাজার, খোদাবক্সকাঠি রায়ের বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খোদাবক্সকাঠি আব্দুর রব দাখিল মাদ্রাসা, কবাই ইউনিয়ন পরিষদসহ ৫ গ্রামের মানুষের যাতায়াত করার একমাত্র মাধ্যম এই ব্রিজ। নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া ব্রিজ দিয়ে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। রবিবার সরেজমিনে দেখা গেছে, সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশিরভাগই ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের ওপর কাঠের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। ব্রিজটির এক অংশের স্লিপার ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটির ক্রস এ্যাঙ্গেলর সঙ্গে বাঁশ বেঁধে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। ক্ষোভ প্রকাশ করে হানুয়া গ্রামের জাফর খান বলেন, স্থানীয় কোন জনপ্রতিনিধি ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। আমাদের গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে ব্রিজটি পার হতে হয়। কোন প্রকার যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারে না। রোগী হাসপাতালে নিতে অনেক সময় রাস্তার মাঝে মারা যায়। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল খায়ের বলেন, ব্রিজটি আর সিসিগার্ডারের প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে ডিজাইন সেকশনে রয়েছে।
×