ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার তামিমের ৫ হাজারে পৌঁছার সুযোগ

প্রকাশিত: ২১:৫৫, ২৩ মে ২০২২

এবার তামিমের ৫ হাজারে পৌঁছার সুযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ সুযোগটা আগে তামিম ইকবালই পেয়েছেন। তবে দুর্ভাগ্য তার, হাতের অসারতার কারণে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। তাই ১৯ রান দূরে থাকতে ব্যাটিং বাদ দিয়ে মাঠ ছাড়তে হয়েছে। সেই সুযোগে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংসে দুই সতীর্থের এই লড়াইটা ছিল আকর্ষণীয়। পরের দিন ব্যাট করতে নেমেছেন তামিম, মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশী এবং মুশফিকের চেয়ে দ্রুত ৫ হাজার রান পেরোনোর সুযোগও ছিল। কিন্তু নামার পরই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। তাই এখনও ৫ হাজার টেস্ট রান থেকে ১৯ রান দূরে আছেন তিনি। এ বাঁহাতি ওপেনারের দারুণ সুযোগ এবার দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মাইলফলক পেরোনোর। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। মাত্র ১৯ রান করলেই তামিমের ৫ হাজার হয়ে যাবে। আর যদি মুশফিক নামার আগেই ৫৭ রান করতে পারেন সেক্ষেত্রে দেশের পক্ষে সর্বাধিক এবং ৯৫ রান করতে পারেন তবে ঘরের মাটিতে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন। তামিম-মুশফিক লড়াইটা বেশ জমে উঠেছে। তবে জিতেছেন মুশফিক। চট্টগ্রাম টেস্টে নামার আগে ৫ হাজার রান পূর্ণ করার জন্য তামিমের ১৫২ রান মুশফিকের ৬৮ রান প্রয়োজন ছিল। তবে ব্যাটিং পজিশনে অনেক এগিয়ে ছিলেন তামিম। কারণ তিনি ওপেনার এবং সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি হাঁকান এবং ১৩৩ রান করে ফেলেন। তবে ভাগ্য বিধাতা চেয়েছেন অন্যরকম। এরপর আর এগোতেই পারেননি তামিম। যখন তিনি হাতের ব্যথায় মাঠ ছাড়েন তখন পাঁচে নামা মুশফিক মাত্র ১৪ রানে ব্যাট করছিলেন। অথচ তামিম ৫ হাজার টেস্ট রান থেকে ছিলেন মাত্র ১৯ রান দূরে। এরপর আর তাকে সুযোগই দেননি মুশফিক। অর্ধশতক হাঁকিয়ে শেষ পর্যন্ত পরদিন পর্যন্ত ব্যাট করেছেন। কাক্সিক্ষত ৬৮ রান করেই ইতিহাসের পাতায় ঢুকে গেছেন। পরে ১০৫ রান করে আউট হন। এর আগেই অবশ্য মুশফিকের সঙ্গী লিটন দাস ৮৮ রানে সাজঘরে ফিরলে সুযোগ আসে তামিমেরও। নিজের শহর চট্টগ্রামে ৫ হাজার টেস্ট রানের অপেক্ষায় থাকা তামিম ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে যান। তার আর হয়নি ৫ হাজার টেস্ট রান। তবে এখন তিনি ৫ হাজার পূর্ণ করলেই দ্রুততম বাংলাদেশী হয়ে যাবেন এই মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে। কারণ মুশফিক ৮১ টেস্টে ১৪৯ ইনিংস ব্যাট করে ৫ হাজার পেরিয়ে এখন ৫০৩৭ রানের মালিক। সেখানে তামিম মাত্র ৬৬ টেস্টে ১২৬ ইনিংস ব্যাট করেছেন। তার রান ৪৯৮১। আজ ১৯ রান করলে ৬৭ টেস্টের ১২৭ ইনিংসেই ৫ হাজার রান পূর্ণ হবে তামিমেরও। মুশফিকের চেয়ে অনেক কম ম্যাচ ও ইনিংস খেলে সেটি করতে সক্ষম হবেন এ বাঁহাতি ওপেনার। যদিও মাত্র ৫৬ ইনিংসে দ্রুততম ৫ হাজার টেস্ট রানের মালিক কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। সে তালিকায় ১২৭ ইনিংসে ৫ হাজার স্পর্শ করলে ৬৮ নম্বরে অবস্থান হবে তামিমের। দু’জনের মধ্যে লড়াইয়ে এগিয়ে গেছেন মুশফিক। তবে এসব নিয়ে মুশফিক বলেছেন, ‘নিজের সতীর্থ, বন্ধু বা ভাই কোন রেকর্ড গড়লে বেশি ভাল লাগে।’ মুশফিক ৫ হাজার টেস্ট রানে পৌঁছার পর তাকে অভিনন্দন জানান তামিম। এখন মুশফিক অপেক্ষা করবেন তারচেয়ে কম সময়ের মধ্যে তামিমের ৫ হাজার পূর্ণ হওয়ার জন্য। এখন অবশ্য টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান মুশফিকের (৫০৩৭)। তামিম আর ৫৭ রান করলেই তাকে ছাড়িয়ে হবে সর্বাধিক রানের মালিক। দেশের মাটিতে মুশফিক ৪৬ টেস্টের ৮২ ইনিংসে করেছেন ২৮৪৭ রান। দেশে তামিমের রান ৩৮ টেস্টের ৭১ ইনিংসে ২৭৫৩। আর মাত্র ৯৫ রান করলেই এক্ষেত্রে মুশফিককে ছাড়িয়ে যাবেন তামিম। তবে তামিম যতটুকুই এগিয়ে যান না কেন। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে মুশফিকের সুযোগ থাকবে তামিমকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার।
×