ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরামপুরে ভ্রাম্যমান আদালতে ইভটিজিং এর অপরাধে কারাদণ্ড

প্রকাশিত: ১৮:৫৬, ২১ মে ২০২২

বিরামপুরে ভ্রাম্যমান আদালতে ইভটিজিং এর অপরাধে কারাদণ্ড

সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর ॥ বিরামপুরে ছাত্রী উত্যক্ত, গণ উপদ্রপ ও মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালত আজ শনিবার (২১ মে) ৪ জনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড করেছেন। আদালত সূত্র জানায়, শহরের ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে আরিফ (১৮) পাইলট স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার আভিযোগে পুলিশ তাকে আটক করে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পেয়ে আদালত আরিফকে এক বছরের কারাদণ্ড প্রদান করেণ। অপরদিকে একই আদালত গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর এলাকার জনি মিয়াকে ১৫ দিনে কারাদণ্ড ও মনিরুলকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং মাদক সেবনের অভিযোগে বিরামপুরের বুচকি গ্রামের বিপ্লবকে ১৫ দিন ও নূর আলমকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, কারাদন্ড প্রাপ্তদের শনিবার (২১ মে) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
×