ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃত্তির ফল নিয়ে ভোগান্তিতে জবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২:৩৮, ২১ মে ২০২২

বৃত্তির ফল নিয়ে ভোগান্তিতে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা ॥ করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৫% বৃত্তি ঘোষণা করে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের গত বছরের ১৪ এপ্রিল থেকে ১২ মে ২০২১ তারিখ পর্যন্ত ‘মেধাবী ও অবৈতনিক’ এই দুই ক্যাটাগরিতে বৃত্তির জন্য আবেদন করতে বলা হয়েছিল। পরে এ বিশেষ বৃত্তির আওতায় ‘মেধাবী ও অবৈতনিক’ দুই ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ৯৩৯ জনকে মেধাবী ও ১৭৫ শিক্ষার্থীকে অবৈতনিক এককালীন বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অবৈতানিক বৃত্তির ফল পায়নি শিক্ষার্থীরা। অনলাইনেও মিলছে না।
×