ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩১৮/৩

প্রকাশিত: ১৮:৪২, ১৭ মে ২০২২

তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩১৮/৩

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টে টস হেরে গতকাল শ্রীলঙ্কা অলআউট হলে চা বিরতির পর বাংলাদেশের ইনিংস শুরু হয়। দ্বিতীয় দিন শেষ সেশনে মুমিনুলরা ১৯ ওভার খেলে কোন উইকেট না হারিয়ে করে ৭৬ রান। এর আগে শ্রীরঙ্কা প্রথম ইনিংস শেষ হয় ৩৯৭ রানে। বাংলাদেশ আজ আরও ৮৮ ওভার খেলে করেছে ২৪২ রান। হরিয়েছে ৩ উইকেট। তৃতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে মোট ১০৭ ওভার খেলে করেছে ৩১৮ রান। বাংলাদেশে এখনও পিছিয়ে আছে ৭৯ রানে। এখনও খেলার ২ দিন বাঁকি। অবস্থার বিচারে বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে। কেননা বাংলাদেশের রান তোলার গাতি শ্রীলঙ্কার চেয়ে কিছুটা বেশি। আজ দিনশেষে মুশফিকুর রহিম ৫৩ ও লিটন দাস ৫৪ অপরাজিত আছেন। এর আগে আজ দ্বিতীয় সেশনে আউট হয়েছেন জয় ৫৪, শান্ত ও অধিনায়ক মুমিনুল উভয়ে ২ রান করে । অনেক দিন ধরেই রান পাচ্ছেনা বাংলাদেশ দলের টেস্ট অধিনায় মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে ৫০০০ রান থেকে মাত্র ৬৮ রান দূরে তামিম ইকবাল। ১৩৩ রান নিয়ে চা বিরতিতে যান বাংলাদেশি এই ওপেনার। এর আগে চোট পাওয়ার কারণে তৃতীয় সেশনে আর নামতে পারেননি তিনি। বদলে ব্যাট করছেন লিটন দাস। আশা করা যাচ্ছে তামিম আগামীকাল আবার খেলতে নামবেন এই জুটির যে কোন একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর। তবে মুশফিক ও লিটন দুজনাই খুব আস্থার সঙ্গে লেখছেন। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান করেছেন ৯৮ রান। বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ১৬২ রানে, দ্বিতীয় উইকেট ১৭২ ও তৃতীয় উইকেট ১৮৪ রানে। তামিম ও মুশফিকের লড়াই : বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছেই। আজ দুপুরে সেঞ্চুরি করেন তামিম, তার আগে টপকে গিয়েছিলেন মুশফিকের রেকর্ডটাকে। তবে সেই রেকর্ডটা মুশফিক টিকতে দিলেন মাত্র ঘণ্টা দুয়েক। ৫০ করলেন, সঙ্গে সঙ্গে তামিমকে দুইয়ে ঠেলে বনে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। তার আগে তার সঙ্গী লিটন দাসও পেয়েছেন পঞ্চাশের দেখা।
×