ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিক্রমাসিংহেকে সমর্থন দেবে দশ দল, মন্ত্রিত্ব নেবে না

প্রকাশিত: ০০:৩৯, ১৭ মে ২০২২

বিক্রমাসিংহেকে সমর্থন দেবে দশ দল, মন্ত্রিত্ব নেবে না

জনকণ্ঠ ডেস্ক ॥ নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা পডুজনা পেরামুনা (এসএলপিপি) জোট ছেড়ে আসা ১০ দল। তবে এসব দলের কোন সংসদ সদস্য মন্ত্রীর পদ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্য উদয় গাম্মানপিলা। অন্যদিকে, শ্রীলঙ্কায় সম্প্রতি সহিংস ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে চার শ’র মতো মানুষকে আটক করা হয়েছে। এদিকে দেশটিতে সোমবার রাত ৮টার দিকে পুনরায় কার্ফু জারি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত তা বহাল থাকবে। খবর ডেইলি মিরর ও কলম্বো গেজেটের। সোমবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকের পর সংবাদিকদের সঙ্গে আলাপের সময় দশ দলের সমর্থনের কথা বলেন উদয়। এ সময় তিনি আরও বলেন, কেউ মন্ত্রিত্ব গ্রহণ না করলেও জনগণের সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ১৫টি কমিটিতে যুক্ত হবেন। লঙ্কান সাবেক এ আইনপ্রণেতা জানান, প্রধানমন্ত্রী সবাইকে তাদের দলীয় মতভেদ দূরে সরিয়ে সঙ্কট সমাধানে সম্মিলিত প্রচেষ্টায় নিযুক্ত হতে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, গত ৮ এপ্রিল আমাদের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীকে এ কথা জানানো হয়। সব দলের নেতাদের সমন্বয়ে একটি জাতীয় কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি এ ব্যাপারে মত দেন। উদয় আরও বলেন, যে ১৫টি কমিটি গঠন করা হবে। সেগুলোর সভাপতিত্ব করবেন সে সব রাজনৈতিক দল যারা মন্ত্রী পদ গ্রহণে অস্বীকৃতি জানাবে। যে ১০ দল এসএলপিপি ছেড়ে এসেছে, তারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করবে। লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করা হবে। নতুন একটি বাজেট উপস্থাপন করা হবে, যা চলতি বছর ডিসেম্বর পর্যন্ত একটি প্রোগ্রামের আওতাধীন থাকবে। ফের কার্ফু জারি ॥ শ্রীলঙ্কায় সম্প্রতি সহিংস ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে চার শ’র মতো মানুষকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, রবিবার আরও ১৫৯ জনকে আটক করা হয়। গ্যালা ফেইস গ্রিন ও কোল্লুপিতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার জেরে এখন পর্যন্ত ৩৯৮ জনকে আটক করা হলো। এদিকে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার রাত ৮টার দিকে পুনরায় কার্ফু জারি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত তা বহাল থাকবে। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালনের জন্য রবিবার শ্রীলঙ্কাজুড়ে জারি থাকা কার্ফু তুলে নেয়া হয়। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কাকে এবারই চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে। এর বড় কারণ বৈদেশিক মুদ্রার অভাব। করোনা মহামারী সামাল দিতে না পারায় আরও নাজুক অবস্থার সৃষ্টি হয় দেশটিতে। যার ফলে বেড়ে যায় তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ।
×