ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গ্রিমেট-স্ট্রিককে ছাড়িয়ে কেয়ার্নসকে ছুঁলেন সাকিব

প্রকাশিত: ২৩:৪২, ১৭ মে ২০২২

গ্রিমেট-স্ট্রিককে ছাড়িয়ে কেয়ার্নসকে ছুঁলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শেষ মুহূর্তে করোনামুক্ত হয়ে ম্যাচের আগের দিন মাত্র আধা ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করেই নেমেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার ম্যাচের প্রথম দিন প্রথম সেশনে বোলিং না করলেও পরে ১৯ ওভার বল ছুঁড়ে ৭ মেডেনে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়ে কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেটকে স্পর্শ করেন তিনি। দুজনেরই টেস্ট উইকেট ২১৬টি। সোমবার দ্বিতীয় দিন প্রথম সেশনেই ১০ ওভার বোলিং করেন বাঁহাতি স্পিনার সাকিব। তবে উইকেটের দেখা পাননি। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। ১১৭তম ওভারের দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড ও পরের বলে লাসিথ এম্বুলদেনিয়াকে (০) বোল্ড করেন সাকিব। দ্বিতীয় দিন ২০ ওভারে ৫ মেডেন দিয়ে ৩৩ রানে ২ উইকেট পেয়েছেন। সবমিলিয়ে এই টেস্টে তার বোলিং বিশ্লেষণ ৩৯-১২-৬০-৩। ৬০তম টেস্টে সাকিবের উইকেট ২১৮টি। ৩৭ টেস্টে লেগস্পিনার গ্রিমেট ও জিম্বাবুইয়ের সাবেক পেসার হিথ স্ট্রিক ৬৫ টেস্টে ২১৬ উইকেট শিকার করেছেন। তাদের পেছনে ফেলে এখন নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিস কেয়ানর্সকে স্পর্শ করেছেন সাকিব। কেয়ার্নস ৬২ টেস্টে সাকিবের সমান ২১৮ উইকেটের মালিক।
×