ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সিডনিতে সাদি মহম্মদের স্মরণে একক সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ২০:৩৫, ৮ মে ২০২৪

সিডনিতে সাদি মহম্মদের স্মরণে একক সঙ্গীত সন্ধ্যা

একক সঙ্গীত সন্ধ্যা।

সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে প্রয়াত শিল্পী সাদি মহম্মদের স্মরণে অনুষ্ঠিত হলো অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা ‘তুমি রবে নীরবে’। 

শনিবার (৪ মে) এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লরেন্স ব্যারেল ও ন্যান্সী লীনাব্যারেল। শুরুতেই সাদি মহম্মদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাশ গুপ্ত এবং ড. কাইয়ুম পারভেজ।অমিয়া মতিনের একক কণ্ঠে রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, লালন, হাসন রাজা, লতা, মান্না দে, দেশাত্মবোধক, পুরনোদিনের গানের অসাধারণ পরিবেশনা এবং তার যাদুকরী সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিল দর্শক শ্রোতারা। রাত ১১টা পর্যন্ত উপস্থিত সবাই উপভোগ করেন ও স্মরণ করেছেন একজন গুণী শিল্পীকে।  গানগুলো সুরের মাদকতায় ভরিয়ে তোলে গুণী যন্ত্র শিল্পীগণ সোহেল খান (গিটার), অভিজিৎ দান (তবলা), নীলাদ্রি (কী বোর্ড) এবং ফাবিহা (বাঁশি)। অনুষ্ঠানের শুরুতে ফাবিহা একটি দেশাত্মবোধক গান এবং নীলাদ্রি একটি নজরুলগীতি পরিবেশন করেন। 

উল্লেখ্য, এই অনুষ্ঠানে সাদি মহম্মদের গান গাইবার কথা ছিল, তারই সুযোগ্য ছাত্রী অমিয়া মতিনের সঙ্গে। তাই শিল্পী অনুষ্ঠানটি তার স্মরণে উৎসর্গ করেন। একক সঙ্গীত এর পাশাপাশি অগ্রণীর প্রাক্তন ছাত্রীরা একটি সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। সিডনির সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অমিয়া মতিন এবং সাদি মহম্মদের সিডির মোড়ক উন্মোচন হয়। লরেন্স ব্যারলের নান্দনিক মঞ্চসজ্জা প্রশংসনীয় ও একজন অসাধারণ গুনি শিল্পীকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটি চমৎকার  এবং গুণসম্পন্ন সঙ্গীত সন্ধ্যা উপহার দিয়েছেন শিল্পী অমিয়া মতিন। 

আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেওয়া হয়। সবশেষে অনুষ্ঠানের আয়োজক  প্রকৌশলী আবদুল মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এম হাসান

×